আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আপ বাংলাদেশের মিছিল
Published: 26th, April 2025 GMT
আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দলটিকে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে তারা।
আজ শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকার পানির ট্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আপ বাংলাদেশের নেতা-কর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ দেশের রাজপথে মিছিল করার অধিকার কোথায় পেল? এ সরকারকে মনে রাখতে হবে, তারা শহীদ ভাইদের রক্তের ওপর ক্ষমতায় এসেছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার এ দেশে থাকতে পারে না।
আরেক উদ্যোক্তা রাফায়েত সালমান বলেন, ফ্যাসিবাদ–পরবর্তী বাংলাদেশের ৯ মাস অতিবাহিত হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে পতিত স্বৈরাচারের বিভিন্ন দল ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে ঢাকা শহর ও দেশের বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে। ঝটিকা মিছিল করছে।
রাফায়েত সালমান আরও বলেন, ৫ আগস্ট দেশের মানুষের রায়ের মাধ্যমে আওয়ামী লীগের ও শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার ও খুনি হাসিনার বিচারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের অপরাধীদের বিচার করে দেশের মাটিকে অপরাধীমুক্ত করতে হবে।
মিছিলে ‘ বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘আওয়ামী লীগের রাজনীতি, নিষিদ্ধ নিষিদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আরও পড়ুনআলোচিত সাবেক শিবির নেতাদের নতুন প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’, সাড়া পেলে হবে দল১০ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বুধবার ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
ফিলিস্তিন সংকট সমাধান: সবার দৃষ্টি জাতিসংঘের বিশ্ব সম্মেলনে
পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুর্নব্যক্ত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তত রয়েছে। তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা সর্বাত্বকভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।
২০২৩ সালের অক্টোবরের পর হতে গাজায় অব্যাহত ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি একাত্মতা প্রকাশ এবং একটি স্থায়ী সমাধানের পথ সুগম করতে জাতিসংঘের সদস্যদের সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতিসংঘ হাইলেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন আয়োজন করা হয়।
এতে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।
ঢাকা/হাসান/ফিরোজ