এক দিন শুটিং করেই বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া
Published: 27th, April 2025 GMT
বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘চালতে চালতে’। ২০০৩ সালে মুক্তি পাওয়া সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান ও রানী মুখার্জি। পর্দায় তাঁদের রসায়ন সবার নজর কাড়ে। তবে জানেন কি, এই ছবিতে প্রিয়া চোপড়ার চরিত্রে রানী নন, অভিনয়ের কথা ছিল ঐশ্বরিয়ার। এক দিন শুটিংও করেছিলেন, তবে অজানা কারণে বাদ দেওয়া হয় ঐশ্বরিয়াকে।
সম্প্রতি সিনেমার অজানা এক তথ্য জানালেন পরিচালক আজিজ মির্জা। রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, রানী নন, এই ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু একটি বিশেষ কারণে এই বদল আনতে হয়।
আজিজ মির্জা বলেন, ‘আমি জানি না কেন এমন হয়েছিল। যাহোক, গানের শুটিং দিয়ে আমাদের শুরু হয়েছিল। ঐশ্বরিয়ার সঙ্গে এক দিনই এর শুটিং হয়েছিল, কিন্তু বিষয়টা আর এগোয়নি। এরপরই রানী আসেন। ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন।’
যদিও এদিন আজিজ মির্জা জানাননি, ঠিক কোন কারণে ঐশ্বরিয়াকে শেষ পর্যন্ত এই ছবিতে দেখা যায়নি। তবে সে সময় গুঞ্জন শোনা যায়, ঐশ্বরিয়ার ব্যক্তিগত সম্পর্কের কারণেই এমনটা হয়েছে। সালমানের সঙ্গে তাঁর সমস্যার কারণেই এই বদল আনা হয়েছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হয় ছ ল
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।