শিক্ষার্থীদের দেশে থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় রড উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের চেয়ারম্যান আলীহোসাইন আকবরআলী।

আজ বুধবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান আলীহোসাইন আকবরআলী।

বিএসআরএমের চেয়ারম্যান বলেন, ‘দেশ যখন তোমাকে ডাক দিচ্ছে, তখন বাইরে নয়—দেশেই থেকো, এখানেই কাজ করো, এখানেই গড়ে তোলো। আজ যদি তুমি তোমার উত্তরাধিকার তৈরি করো, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।’

বিএসআরএম ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই যৌথ উদ্যোগ সম্পর্কে আলীহোসাইন আকবরআলী বলেন, ‘ভালো কিছু তখনই সম্ভব, যখন প্রতিষ্ঠানগুলো বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে একত্র হয়।’ তাঁরা বিশ্বাস করেন, এই অংশীদারত্ব আগামী প্রজন্মের প্রকৌশলীদের গড়ে তোলার এক শক্তিশালী ভিত্তি হবে।

বিএসআরএমের চেয়ারম্যান বলেন, তরুণ মেধাবীদের মাঝে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, আধুনিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতাও গড়ে তুলতে হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে আলীহোসাইন আকবরআলী বলেন, শিক্ষার্থীদের শুধু বুদ্ধিমত্তা নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতা দিয়ে গড়ে তুলতে হবে। এই মূল্যবোধগুলো শুধু তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণ করবে না, বরং দেশের ওপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ