রাজধানীর কোতোয়ালি, আদাবর ও মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে তিন থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. অপু (২৮), মো. আরিফ হোসেন (২০), মো.

মাইন উদ্দিন (১৯), মো. শামীম (১৯), সাকিব শেখ (২১), সিফাত হাওলাদার (১৯), ইসমাইল (১৮), মো. রাজিব দেওয়ান (২২), মো. পারভেজ (১৯), মো. বাবলু (১৯), মো. রবেল (২০), ইব্রাহিম (২০), মো. রব্বি (২২), সাব্বির হাওলাদার (১৯), সাকিব হাসান (১৮), মো. আমিনুর (২০), মো. সিরাজুল ইসলাম (১৯), মো. শুভ আহম্মেদ (১৯), কৌশিক মজমুদার (২০), ফয়সাল (২৮), মো. মুন্না (২৩), শুভ ওরফে হৃদয় (২৪), মো. রিয়াজ (২০), মো. সোহাগ (১৮), মো. ইসমাইল হোসেন (২১),  খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০), সানি (২৬), শুভ হাওলাদার, শাহজাহান, তানভির ও ১৬ বছর বয়সী এক কিশোর।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী ছাড়াও মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নির্বাচন করে বিসিবিতে আসা নিয়ে তামিমের কঠোর বার্তা

দেশের পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনেও আমূল পরিবর্তন আসে। তারই ধারাবাহিকতায় ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনে’র আত্মপ্রকাশ ঘটে।

শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনয়াতনে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে চমক হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে তামিম ভবিষ্যতে ক্রীড়া সংগঠক হিসেবে ক্রিকেট বোর্ডে আসাদের প্রতি দিয়েছেন কঠোর বার্তা। তার ভাষ্য যারা নিজের জেলা-বিভাগকে উন্নতি করে না তাদের বোর্ডে আসার প্রয়োজন নেই।

আরো পড়ুন:

হৃদয়ের শাস্তি হাস্যকর, মোহামেডানের চাপ ছিল কি না সেটা জরুরি না: তামিম 

চিকিৎসা নিয়ে দেশে ফিরে মিরপুরে তামিম

“ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।”

শুধু তাই নয় তামিমের চাওয়া যারা বোর্ডে আসতে চান তাদের জন্য ক্রিকটের জ্ঞান থাকে, "আমি ছোটো হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা যোগ্য ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক...যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে- যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।"

নির্বাচন করে তামিম নিজেও ক্রিকেট বোর্ডে আসতে চান। ইতিমধ্যে গুলশান ক্রিকেট ক্লাবের  সঙ্গে যুক্ত হয়েছেন এই ক্রিকেটার। তামিম তার অতীত অভিজ্ঞতা বলতে গিয়ে জানান, অনেকেই ক্রিকেট বোর্ডে আসার পর নিজের জেলা-বিভাগকে ভুলে যান।

তামিম বলেন, "অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান। এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি... এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না।"

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ