প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ কখনো ভালো হয় না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

রোববার সকালে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা পুরো না হলে অদক্ষ লোক তৈরি হবে, অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবার দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারবে না।

তিনি আরও বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় বাচ্চা কতটুকু পারে, সেদিকে নজর দিন। কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হলে শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। শিক্ষার উন্নতি না ঘটলে প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও নিতে হবে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো.

আকতার হোসেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার কাকলি শিশু অঙ্গন পরিদর্শন করেন এবং সেখানে শিশু কাননের উদ্বোধন করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: লক ষ ম প র কর মকর ত উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একিভূত করতে ৮ সদস্যের কমিটি গঠন

দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। বিভিন্ন সংস্থায় ভিন্ন ভিন্ন নিয়ম থাকায় বিভ্রান্ত হতে হয় বিনিয়োগকারীদের। এই সমস্যা সমাধানে বিনিয়োগ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে একীভূত করতে একটি কেন্দ্রীয় 'ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (আইপিএ)' গঠনের পরিকল্পনা করছে সরকার। এ জন্য একটি কমিটি গঠন  করা হয়েছে। দেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের-বিডা সূত্রে এ তথ্য জানা গেছে। 

৮ সদস্য বিশিষ্ট ওই কমিটির আহবায়ক হলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সদস্য সচিব করা হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্ঠার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো খায়েরুজ্জামান মজুমদার।

এই কমিটি গঠনের বিষয়ে গত ১৩ এপ্রিল বিডার গভর্নিং বোর্ডের তৃতীয় সভায় আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে। 

এ কমিটি সামগ্রিক বিষয় পরীক্ষা ও যাচাই করে মতামত দেবেন। তাদের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ