শাপলা গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (৫ মে) সকালে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা.

শামীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, বাংলাদেশের বিপ্লব হয়েছে গত বছরেরর ৫ আগস্ট। বিপ্লব পরবর্তী ৯ মাস পার হয়ে গেলেও এখনো খুনিদের বিচার হয়নি। ২০১৩ সালের ৫ মে নাস্তিক ব্লগার কর্তৃক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে ঢাকার শাপলা চত্বরে তৌহিদী জনতা সমাবেশের আয়োজন করেন। সমাবেশ কর্মসূচি স্বৈরাচার হাসিনা সহ্য করতে না পেরে ইসলামপ্রেমী মুসল্লিদের ওপর দিনের বেলায় আক্রমণ করে ১১ জন ধর্মপ্রাণ মুসল্লিকে শহীদ করেন। কিন্তু এখনো এর বিচার হয়নি। অতি দ্রুত সময়ের মধ্যে ওই হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

আরো পড়ুন:

ধর্ষকদের শাস্তির দাবিতে তিতুমীরে মানববন্ধন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

কর্মসূচিতে অন্যদের মধ্যে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির,  মাদ্রাসা ও দাওয়া সম্পাদক শাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/কেয়া/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ

কুড়িগ্রামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম-রাজারহাট সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম সম্প্রতি কাজের সন্ধানে ঢাকা যান। এ সময় বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে আসেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

কিন্তু, ঢাকায় আসার পরে আরেকটি বিয়ে করেন রফিকুল। এরপরই বাড়িতে রেখে আসা স্ত্রীর ওপর পরিবারের লোকজন দিয়ে অমানবিক নির্যাতন চালান তিনি।

একপর্যায়ে গৃহবধূর যৌনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

শ্বশুরবাড়ির লোকজনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘‘এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে ১২ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/সৈকত/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামী ছাত্রী সংস্থার বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ জবি ছাত্রদলের
  • অস্ট্রেলিয়াও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে ‘স্বীকৃতি দেবে’
  • জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে ইসরায়েল, গাজা–পরিকল্পনার পক্ষে সাফাই নেতানিয়াহুর
  • গাজীপুরে সাংবাদিক হ`ত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
  • নিষেধাজ্ঞার মধ্যেই গাজার পক্ষে নরওয়ে কাঁপিয়ে দিল ব্যান্ডটি
  • অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা চালুর দাবি
  • কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ
  • ‘গণহত্যার বিচার না হলে আবারও ফ্যাসিবাদ তৈরি হবে’
  • গাজার ধ্বংসস্তূপে বইয়ের আলো
  • লেভেল প্লেয়িং ছাড়া নির্বাচনে যাওয়া হাত পা বেঁধে সাঁতার কাটার শামিল: জাপা