টাইটানিয়াম দিয়ে শক্তিশালী সৌর প্যানেল তৈরি করেছেন বিজ্ঞানীরা
Published: 5th, May 2025 GMT
সৌর প্যানেলের সক্ষমতা বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় প্রচলিত সিলিকন-ভিত্তিক উপকরণের বদলে টাইটানিয়াম দিয়ে তৈরি শক্তিশালী সৌর প্যানেল তৈরি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁদের দাবি, টাইটানিয়াম ও সেলেনিয়ামের স্তরযুক্ত এই সৌর প্যানেল সাধারণ সৌর প্যানেলের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি শক্তিশালী। নতুন এই সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
প্রচলিত সৌর প্যানেলে সিলিকন-ভিত্তিক উপকরণ ব্যবহার করা হলেও নতুন প্যানেলের ফটোভোলটাইক কোষে টাইটানিয়াম ও সেলেনিয়ামের স্তর রয়েছে। গবেষণায় দেখা গেছে, টাইটানিয়াম অক্সাইড এবং সেলেনিয়ামের স্তরের কার্যকারিতা বেশি। এর ফলে সূর্যের আলো থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করার সুযোগ রয়েছে। সোলার এনার্জি ম্যাটেরিলস অ্যান্ড সোলার সেলস নামের একটি বৈজ্ঞানিক গবেষণাপত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুননতুন মডেলের হাইব্রিড সোলার আইপিএস আনল ওয়ালটন২৭ মার্চ ২০২৫টাইটানিয়াম সাধারণভাবে শক্তিশালী ও ক্ষয় প্রতিরোধী ধাতু। বিভিন্ন প্রযুক্তি পণ্যে টাইটানিয়ামের ব্যবহার করা হলেও এই ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল। টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা টাইটানিয়ামের নিষ্কাশন প্রক্রিয়ার খরচ কমানোর কৌশলও আবিষ্কার করেছেন। এর ফলে ভবিষ্যতে টাইটানিয়াম ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি পণ্যও তৈরি করা সম্ভব হবে।
বিজ্ঞানী তোরু এইচ ওকাবে বলেন, আকরিক থেকে অক্সিজেন অপসারণে অনেক ব্যয় হয় বলে টাইটানিয়াম ধাতু উৎপাদন কম করা হয়। আমরা বিরল-পৃথিবী ধাতুর ওপর ভিত্তি করে একটি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করছি যা টাইটানিয়াম থেকে নতুন উপায়ে অক্সিজেন অপসারণ করে। আরেকটি বিরল উপাদান ইট্রিয়াম ব্যবহার করে টাইটানিয়াম নিষ্কাশন করা হচ্ছে। গলিত টাইটানিয়ামকে ইট্রিয়াম ধাতুর সঙ্গে মিশিয়ে একটি কম খরচ অক্সিজেনমুক্ত টাইটানিয়াম খাদ তৈরি করা হয়েছে। এই টাইটানিয়ামের তৈরি সৌর প্যানেল অন্য সব সৌর প্যানেলের চেয়ে শক্তিশালী। এতে নবায়নযোগ্য শক্তি খাতে বেশ পরিবর্তন আসবে।
সূত্র: আর্থ ডটকম
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ট ইট ন য
এছাড়াও পড়ুন:
যে নিয়ম মানলে বেগুন ভাজা দীর্ঘ সময় মুচমুচে থাকে
ঝুম বৃষ্টির দিনে খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে দুই, তিন টুকরা মুচমুচে বেগুন ভাজা পেলে খাবারটা বেশ উপভোগ্য হয়। কিন্তু সমস্যা হলো বেগুন ভাজার পরেই নেতিয়ে যায়। আপনি চাইলে বেগুন ভাজার সময় একটি নিয়ম মানতে পারেন এতে বেগুন ভাজার পরে দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে।
উপকরণ
বেগুন: ১টি
আরো পড়ুন:
রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি ‘চিংড়ি মালাইকারি’
আপেল দিয়ে চা বানিয়েছেন? তিন ধাপে বানিয়ে নিন আপেলের চা
চালের গুঁড়া: আধা কাপ
হলুদ গুঁড়া: ১ চা চামচ
মরিচ গুঁড়া: ১ চা চামচ
জিরা গুঁড়া: আধা চা চামচ
লবণ: পরিমাণ মতো
তেল: প্রয়োজন মতো
প্রথম ধাপ
শুরুতে বেগুন গোল কিংবা লম্বা করে কেটে নিন। তারপর কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে বেগুন ভাজার পরেও রং কালো হবে না। এবং সহজে এর ভেতরে লবণ ও অন্যান্য মসলা ঢুকবে। এবার বেগুনের টুকরাগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বেগুনের টুকরার এপিঠ ওপিঠে ভালোভাবে মাখিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
এবার প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করুন। এতে বেগুনের টুকরাগুলো দিন। এবার অল্প আঁচে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিন।
তৃতীয় ধাপ
বেগুনের রং লালচে হয়ে এলে নামিয়ে কিচেন টিস্যুর ওপর রাখুন। তারপর ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে পরিবেশন করুন।
উল্লেখ্য, চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার জন্য বেগুন ভাজা দীর্ঘসময় মুচমুচে থাকবে।
ঢাকা/লিপি