শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সোমবার জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত টাইগার যুবাদের। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম চারটিতে তিন জয় ছিল আজিজুল হাকিম তামিমদের। পঞ্চম ম্যাচেও লক্ষ্য নাগালে পেয়েছিলেন তারা। কিন্তু বাংলাদেশ ২৭ রানে হেরেছে। ৩-২ ব্যবধানে সিরিজে ফিরেছে লঙ্কান যুবারা।

বাংলাদেশের শিরোপার অপেক্ষা বাড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ১৯৬ রানে অলআউট হয়। দলটির হয়ে আদম হিলমি সর্বোচ্চ ৫২ রান করেন। অধিনায়ক বিমথ দিনসারা ৪২ রান যোগ করেন। ওপেনার সুহাস ফার্নান্দো ও চারে নামা কিথমা বিদ্যানাপতিরানা ২৮ রানের ইনিংস খেলেন।

জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়। বাংলাদেশ যুবারা ১৭ রানে তৃতীয় ও ১০৫ রানে হারায় ষষ্ঠ উইকেট। বাংলাদেশের হয়ে চারে নামা রিজান হোসেন ২৫, পাঁচে নামা আব্দুল্লাহ ৩২ ও ছয়ে নামা দেবাশিস দেবা ২৪ রান করেন।

সাতে নামা ফরিদ হাসান ৩০ রান করে অপরাজিত থাকেন। আটে নামা সামিউন বাশির ৩৭ রান করে আউট হন। তাদের ব্যাটে জয়ের সম্ভাবনা দেখছিল বাংলাদেশ যুবারা। কিন্তু ওই জুটি ভাঙতেই ধসে যায় আজিজুল হাকিমের দল।

বাংলাদেশ যুবাদের হয়ে বল হাতে বাশির ৩ উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, রিজান ও ফারহান নেন দুটি করে উইকেট। বিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন। দুই উইকেট নেন থারুসা নাভোদা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আজ জ ল হ ক ম র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ