শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সোমবার জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত টাইগার যুবাদের। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম চারটিতে তিন জয় ছিল আজিজুল হাকিম তামিমদের। পঞ্চম ম্যাচেও লক্ষ্য নাগালে পেয়েছিলেন তারা। কিন্তু বাংলাদেশ ২৭ রানে হেরেছে। ৩-২ ব্যবধানে সিরিজে ফিরেছে লঙ্কান যুবারা।

বাংলাদেশের শিরোপার অপেক্ষা বাড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ১৯৬ রানে অলআউট হয়। দলটির হয়ে আদম হিলমি সর্বোচ্চ ৫২ রান করেন। অধিনায়ক বিমথ দিনসারা ৪২ রান যোগ করেন। ওপেনার সুহাস ফার্নান্দো ও চারে নামা কিথমা বিদ্যানাপতিরানা ২৮ রানের ইনিংস খেলেন।

জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়। বাংলাদেশ যুবারা ১৭ রানে তৃতীয় ও ১০৫ রানে হারায় ষষ্ঠ উইকেট। বাংলাদেশের হয়ে চারে নামা রিজান হোসেন ২৫, পাঁচে নামা আব্দুল্লাহ ৩২ ও ছয়ে নামা দেবাশিস দেবা ২৪ রান করেন।

সাতে নামা ফরিদ হাসান ৩০ রান করে অপরাজিত থাকেন। আটে নামা সামিউন বাশির ৩৭ রান করে আউট হন। তাদের ব্যাটে জয়ের সম্ভাবনা দেখছিল বাংলাদেশ যুবারা। কিন্তু ওই জুটি ভাঙতেই ধসে যায় আজিজুল হাকিমের দল।

বাংলাদেশ যুবাদের হয়ে বল হাতে বাশির ৩ উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, রিজান ও ফারহান নেন দুটি করে উইকেট। বিরান চামুদিথা ও কুগাথাস মাথুলান তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন। দুই উইকেট নেন থারুসা নাভোদা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আজ জ ল হ ক ম র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

৯৩ রানে অলআউট ভারত, ১৫ বছর পর ভারতের মাটিতে দ. আফ্রিকার টেস্ট জয়

টেম্বা বাভুমার সাহস আছে বলতে হবে। কলকাতা টেস্টে জিততে ভারতের তখন দরকার ৪৭ রান। হাতে ৩ উইকেট। খাতা কলমে ৩ উইকেট থাকলেও আসলে উইকেট ছিল ২টি। কারণ চোটের কারণে শুবমান গিল হাসপাতালে। উইকেটে অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা। মানে অক্ষরের ওপরই সব ভরসা। এমন সময়ে বাভুমা বল তুলে দিলেন কেশব মহারাজের হাতে। বাঁহাতি ব্যাটসম্যানের সামনে একজন বাঁহাতি স্পিনারকে আনলেন।

অক্ষর এটাকে দেখলেন বড় সুযোগ হিসেবে। প্রথম চার বলে ২ ছক্কা ও ১ চারে নিলেন ১৬ রান। বাভুমার সিদ্ধান্ত নিয়ে তখন ধারাভাষ্যকক্ষে প্রশ্ন। এমন সময়ে ওভারের পঞ্চম বলে মহারাজকে ছক্কা মারতে গিয়ে বাভুমার হাতেই ক্যাচ দেন অক্ষর। ওভারের শেষ বলে মোহাম্মদ সিরাজকেও আউট করে দেন মহারাজ। তাতে ভারতকে ৯৩ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের লক্ষ্য দিয়ে তাতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩০ রানে। ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ

  • ভারতের কলকাতা টেস্টে হারের ৫ কারণ
  • স্পিনিং উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন পাঠান
  • দ. আফ্রিকার জন্য গর্ত খুঁড়ে তৃতীয় দিনেই হারল ভারত
  • ৯৩ রানে অলআউট ভারত, ১৫ বছর পর ভারতের মাটিতে দ. আফ্রিকার টেস্ট জয়