চ্যাম্পিয়নন্স লিগের ফাইনালে উঠতে নিজের খেলোয়াড়দের প্রতি প্রাণপণ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। আগামী বুধবার দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মাঠে নামার আগে স্প্যানিশ এই কোচ জানিয়ে দিলেন, ফাইনালে উঠতে হলে মাঠে জীবন দিয়ে খেলতে হবে।

প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রিমিয়ার লিগের দলটি। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে একাধিক মূল খেলোয়াড়কে পাচ্ছে না আর্সেনাল। চোটের কারণে নেই গ্যাব্রিয়েল মাগালহায়েস, কাই হাভার্টজ, জর্জিনিও, টেকেহিরো তোমিয়াসু, গ্যাব্রিয়েল জেসুস ও রিকার্দো কালাফিওরি। তবে দলে ফিরেছেন মিডফিল্ডার থমাস পার্টে।

এসব অনুপস্থিতিকে দুর্বলতা হিসেবে না দেখে উল্টো খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলেছেন আর্তেতা। তিনি বলেন, উত্তেজনা, গায়ে কাঁটা দেওয়া অনুভূতি, সেই মুহূর্তটির অপেক্ষা—সব কিছু মিলিয়ে আমরা প্রস্তুত। আমি আমার দলের ওপর পুরোপুরি বিশ্বাস রাখি। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলাটা একটা বিশাল সুযোগ। আর এমন সুযোগ পেলে জীবন দিয়ে খেলতে হয়।

প্রথম লেগে একঝাঁক তারকা খেলোয়াড়কে হারিয়ে মাঠে নামা দলটির পারফরম্যান্সে গর্বিত এই স্প্যানিশ কোচ। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যখন টানেল দিয়ে মাঠে নামছিলাম, তখন দেখি তোমিয়াসু, কালাফিওরি, গ্যাব্রিয়েল, হাভার্টজ, জেসুস, পার্টে, জর্জিনিও—সবাই বাইরে। ওরা সবাই মূল একাদশের খেলোয়াড়। এরপরও দলটা যেভাবে লড়েছে, তাতে আমি গর্বিত। খুব সামান্য ব্যবধানে হেরেছি। এজন্য আমি আশাবাদী।

২০০৬ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের এতটা কাছাকাছি এসেছে আর্সেনাল। তবে ফাইনালে যেতে হলে পিএসজিকে তাদেরই মাঠে হারাতেই হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার, ফ্রান্সের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল আর স ন ল ফ ইন ল

এছাড়াও পড়ুন:

হারুনের সহযোগীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন, রাজশাহীর তানোর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশিদ ও গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।

আবেদনে বলা হয়, হারুন অর রশীদ তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যক্তিরা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে মোহাম্মদ হারুন অর রশিদ এর ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি নতুন অভিযোগ অনুসন্ধানের জন্য ট্যাগ করা হয়েছে। ইতোমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট জাহাঙ্গীর হোসেনের বেশ কিছু স্থাবর সম্পদ আদালতের আদেশে ক্রোক করা হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর হোসেন সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জাহাঙ্গীর হোসেন যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেজন্য তার বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।

এদিকে, দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা চলমান রয়েছে। জানা যায়, তারা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

ঢাকা/এম/এসবি

সম্পর্কিত নিবন্ধ