যুবদল নেতা হত্যা: সাবেক এমপি কারাগারে
Published: 6th, May 2025 GMT
যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ফেরদৌস আলম তাকে আদালতে হাজির করে কারাগার আটক রাখার আবেদন করেন।
তারপক্ষে অ্যাডভোকেট ওবাইদুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। তবে মূল নথি না থাকায় জামিনের বিষয়ে শুনানি হয়। নথি পাওয়ার পর জামিনের বিষয়ে শুনানি হবে জানিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাত ১১টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
ঢাকা/এম/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে খিলগাঁও, যাত্রাবাড়ী ও বাড্ডা থানা এলাকায় এসব ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাতে খিলগাঁওয়ের রসুলবাগ এলাকায় শিহাবুল ইসলাম (২৪) নামে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাতে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিহাবুলের বড় বোন উম্মে সাইমা প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। একটি সেমিস্টারে পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা থেকে তিনি উদ্বেগে ছিলেন। এর জেরে আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানা-পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে খিলগাঁওয়ের উত্তর গোড়ানের নবীনবাগ এলাকায় সামিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে তার পরিবার। সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস মাহমুদ প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সামিয়াকে পরিবারের সদস্যরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এর আগে গতকাল যাত্রাবাড়ীর কাজলার ভাঙা এলাকার মাদবর গলির একটি বাসা থেকে প্রিয়ন্তী সরকার (১৪) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, লেখাপড়া নিয়ে শাসন করায় পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।