বই দেখে পরীক্ষা দেওয়ায় ৮ শিক্ষার্থী বহিষ্কার
Published: 6th, May 2025 GMT
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গাইড বই দেখে পরীক্ষা দেওয়ায় আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে ট্রেড দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ঘটনাটি ঘটে।
গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, “গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে ট্রেড দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে তিনটি কক্ষ থেকে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ও গাইড বই জব্দ করা হয়েছে।”
আরো পড়ুন:
পুকুরে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু, বাবা জানেন ছেলে অসুস্থ
বজ্রপাতে গাছ লম্বালম্বি দ্বিখণ্ডিত, উৎসুক মানুষের ভিড়
অপরদিকে, জেএম কামিল মাদ্রাসা কেন্দ্রে মোবাইল ফোন রাখায় দুইজন কক্ষ পর্যবেক্ষককে তাৎক্ষণিকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া, ইসলামিয়া সরকারি স্কুল কেন্দ্রে দায়িত্ব পালন করা মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের মুঠোফোন রাখা ও বোর্ডের নীতিমালা ভঙ্গ করে নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরেও পরীক্ষায় দায়িত্ব পালন করায় পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন বলেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করার জন্য অভিভাবকদের সহযোগিতা চাই। নকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
ঢাকা/মিলন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এসএসস পর ক ষ র পর ক ষ য়
এছাড়াও পড়ুন:
নকলে সহায়তার দায়ে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে শিক্ষাবোর্ড
এসএসসি ও সমমান পরীক্ষায় নকলে সহায়তার দায়ে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে শিক্ষাবোর্ড। তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ তালিকা করা হচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তালিকা চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ১৪ মের মধ্যে ই-মেইলে এ তথ্য পাঠাতে হবে।
চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষার যেসব কেন্দ্রে পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি কাজের জন্য কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বহিষ্কৃত কিংবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিবরণ উল্লিখিত ছক আকারে নির্ধারিত তারিখের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নকল বেড়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা বেশি। একই সঙ্গে নকল বা অসদুপায় অবলম্বনে সহযোগিতার দায়ে কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বরখাস্তের সংখ্যাও বেশি।