নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
Published: 7th, May 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সদর পূর্ব থানার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব শহরের থানা পুকুরপাড় এলাকায় এক মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
এসময় তিনি বলেন পৃথিবীতে দুইটি দল আছে একটি হলো আল্লাহর দল আরেকটি হলো শয়তানের। আপনি আমি কোনটিতে থাকবো এটা একান্তই আমাদের সিদ্ধান্তের। বিগত আমলে একদল নামাজী বেশে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে।
ভোটের সময় হলে মৌলভী, ভোটে শেষে আর কাউকে চিনে না। এমন চরিত্রের মানুষদের কে চিন্হিত করার সময় এখনোই। সারা বাংলাদেশে ইসলামী বিজয়ের এক রব উঠেছে। আল্লাহ চাইলে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ।
এসময় তিনি আরো বলেন মানব রচিত কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি দিতে পারে একমাত্র আল কুরআন, কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে।
এসময় নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার কয়েকশত সুধীদের নিয়ে সমাবেশে নারায়ণগঞ্জ সদর সাংগঠনিক পূর্ব থানার আমীর মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও পূর্ব থানা সেক্রেটারি সারোয়ার ইসলাম খানের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় স্টেডিয়ামের শোভাবর্ধণের স্বার্থে ট্রাকস্ট্যান্ড অন্যত্র নির্মাণের দাবি
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়ায় ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের সামনে অভিশপ্ত ট্রাকস্ট্যান্ড নির্মাণ পরিকল্পনায় নাভিঃশ্বাস হয়ে উঠেছে এলাকাবাসী।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি এবং একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ জানিয়েও কোন প্রতিকার না হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে।
এতোকিছুর পরও ট্রাকস্ট্যান্ড নির্মাণ কাজ অব্যাহত থাকায় জনমনে নানা প্রশ্নের সঞ্চার করছে। মূলতঃ নারায়ণগঞ্জের তথাকথিত গডফাদার শামীম ওসমানের অন্যতম ক্যাডার শাহ নিজামের সহযোগী জনৈক সেলিম ও তার কতিপয় দালাল ওসমান পরিবারের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই এহেন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়,একনেকে ট্রাকস্ট্যান্ড নির্মাণের বিষয়ে লিংক রোডের চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যে কোন সুবিধাজনক জায়গায় করার কথা বলা হয়েছে। লামপাড়া স্টেডিয়ামের সামনেই করতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।
ইচ্ছে করলে নওম পার্ক (নাসিম ওসমান পার্ক) জায়গাটিতেও করতে পারে ৫ আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর হতে ওই জায়গাটি সরকারের খাস জমি হিসেবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অথচ রহস্যজনক কারণে সেলিম গং নিজ স্বার্থ হাসিল করতে ফতুল্লা আন্তজার্তিক স্টেডিয়ামের ওই স্থানটিকেই বেছে নিয়েছে।
এলাকাবাসীর মতে, সেলিম গং স্ট্যান্ড নির্মাণের নামে আওয়ামী দোসর শামীম ওসমান ও শাহ নিজামের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন। তারা আরো জানান. এই অঞ্চলে আমাদের শত শত পরিবারের বসবাস। এখানে আমাদের রুটি রোজগারের সংস্থান রয়েছে।
তার উপরে এলাকায় একটি আন্তজার্তিক স্টেডিয়াম রয়েছে সব মিলিয়ে আমাদের এলাকাটিকে জ্যামের নগরী করার পরিকল্পনা করছে তারা। তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত। এই স্থানেই ট্রাকস্ট্যান্ড করতে হবে এমনতো কোন কথা নেই। সামনে প্রচুর সরকারি জায়গা রয়েছে।
নওম পাকর্ (নাসিম ওসমান পার্ক),জালকুড়ি ময়লার ভাগারসহ পরিকত্যক্ত অনেক জায়গা রয়েছে সেখানে না করে একরকম গোঁড়ামী করে সেলিম গং ট্রাকস্ট্যান্ডটি করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তারা হয়তো বা বড় ধরণের কোন চুক্তি নিয়েই এই কাজটি করছি। এলাকাবাসীর জোরালো দাবি,সড়ক ও জনপথ বিভাগ জন সাধারণের জান মালের বিষয়টি বিবেচনা করে স্ট্যান্ডটি যেন অন্যত্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
অন্যথায় জীবন দেয়া হবে তবু লামাপাড়াবাসী তাদের স্টেডিয়ামের সৌন্দর্য বিনষ্ট হতে দিবে না। একই সাথে অত্র অঞ্চলের পরিবেশ সমুন্নত রাখতে তারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছে।