রূপগঞ্জে অনুমোদনহীন ভুঁইফোড় আবাসন কোম্পানি জমিদার সিটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সব সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন সুজা। এসময় ভুক্তভোগী ভুমি মালিকরা ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানকালে পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন সুজা বলেন, ভোলাব ইউনিয়নের বেশ কিছু মৌজায় জমি না কিনে বালু ভরাট, সাইনবোর্ড সাঁটিয়ে প্লট বিক্রিসহ প্রতারণামুলক নানা কার্যক্রম চালিয়ে আসছিল জমিদার সিটি ও মডার্ণ জমিদার সিটি নামে অবৈধ আবাসন প্রকল্প।

তাদের প্রতারণা বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে একাধিক লিখিত অভিযোগও রয়েছে। তাই ভূমির প্রকৃত মালিকের স্বত্ব নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে মর্ডান জমিদার সিটির বেশ কয়েকটি সাইনবোর্ড গুড়িয়ে দেয়া হয়। আবাসনের নামে প্রতারণামুলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ স ইনব র ড

এছাড়াও পড়ুন:

সমকালের নামে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমকালের লোগো ব্যবহার করে পেজ খুলে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে। ‘সমকাল পত্রিকা সাংবাদিক নিয়োগ ডিপার্টমেন্ট’ নামের ভুয়া ওই পেজে ‘সারাদেশে সমকাল পত্রিকায় সাংবাদিক প্রয়োজন’ এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে।

এছাড়াও ওই পেইজে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজের কনটেন্ট নিয়মিত শেয়ার করাসহ সমকাল কার্যালয়ের ঠিকানা ও পোর্টালের ঠিকানা ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

২৯ জুন খোলা ওই পেজে ৪ জুলাই দুপুর ২টা ৪৯ মিনিটে দেওয়া পোস্টে নিয়োগের প্রতারণামূলক ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সেখানে সমকালের আইডি কার্ড, ফিতা, নিয়োগপত্র, মাইক্রোফোন, বাইক স্টিকারসহ বিভিন্ন উপকরণ দেওয়ার কথা বলে বেশ কয়েকটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অর্থ আদায় করছে চক্রটি, যার সঙ্গে সমকালের কোনোপ্রকার সংশ্লিষ্টতা নেই।

সমকালে সাংবাদিক নিয়োগে কখনই কোনোপ্রকার অর্থ নেওয়া হয় না। একইসঙ্গে সমকালে নিয়োগসংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি সবসময় পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।

পেজটির প্রতারণামূলক ওই বিজ্ঞাপনের ফাঁদে কাউকে পা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

সম্পর্কিত নিবন্ধ