রূপগঞ্জে জমিদার সিটির সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত
Published: 8th, May 2025 GMT
রূপগঞ্জে অনুমোদনহীন ভুঁইফোড় আবাসন কোম্পানি জমিদার সিটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সব সাইনবোর্ড গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন সুজা। এসময় ভুক্তভোগী ভুমি মালিকরা ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানকালে পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোঃ তাছবীর হোসেন সুজা বলেন, ভোলাব ইউনিয়নের বেশ কিছু মৌজায় জমি না কিনে বালু ভরাট, সাইনবোর্ড সাঁটিয়ে প্লট বিক্রিসহ প্রতারণামুলক নানা কার্যক্রম চালিয়ে আসছিল জমিদার সিটি ও মডার্ণ জমিদার সিটি নামে অবৈধ আবাসন প্রকল্প।
তাদের প্রতারণা বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে একাধিক লিখিত অভিযোগও রয়েছে। তাই ভূমির প্রকৃত মালিকের স্বত্ব নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, অভিযানে মর্ডান জমিদার সিটির বেশ কয়েকটি সাইনবোর্ড গুড়িয়ে দেয়া হয়। আবাসনের নামে প্রতারণামুলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ স ইনব র ড
এছাড়াও পড়ুন:
আসল বিয়ের জন্য একটু রিহার্সাল করলাম...
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে