গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
Published: 27th, November 2025 GMT
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লিটন বালা (২৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিটন বালা ওই গ্রামের সুধীর বালার ছেলে।
আরো পড়ুন:
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর মৃত্যু
টাঙ্গাইল কারাগারে আ.
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের বোরো ধানের বীজতলায় বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দিতে যান লিটন বালা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঢাকা/বাদল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সালমানকে দর্শক বানিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে নিলেন চামিরা
শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১০ রান, আর বোলার দুষ্মন্ত চামিরার দায়িত্ব ছিল অন্তত ৮ রানের মধ্যে আটকে রাখা। পাকিস্তান এর আগের আট ওভারের প্রত্যেকটিতে ১০ বা এর বেশি রান তুলেছে। তার ওপর স্ট্রাইকে সালমান আগা, যিনি এরই মধ্যে ঝোড়ো ব্যাটিংয়ে ফিফটি করে ফেলেছেন, সঙ্গে বড় শটের জন্য পরিচিত ফাহিম আশরাফও।
তবে কোনো ‘বাধা’তেই আটকালেন না চামিরা। শ্রীলঙ্কার ডানহাতি পেসার শেষ ওভারের ৬ বলে দিলেন মাত্র ৩ রান, তুলে নিলেন আশরাফের উইকেটও। তাতে জয়ের সম্ভাবনা জাগানো পাকিস্তান ১৮৪ রান তাড়া করতে গিয়ে আটকে থাকল ১৭৮-এ।
৬ রানে ম্যাচ জিতিয়ে শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিয়ে গেলেন চামিরা। পাকিস্তান অধিনায়ক সালমান একপ্রান্তে দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন ৪৪ বলে ৬৩ রানে।
শনিবার রাওয়ালপিন্ডিতে ফাইনালে আবার মুখোমুখি হবে পাকিস্তা ও শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮৪/৫ (মিশারা ৭৬, মেন্ডিস ৪০, লিয়ানাগে ২৪*; আবরার ২/২৮, সাইম ১/১৯)।
পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (সালমান ৬৩*, উসমান ৩৩, নেওয়াজ ২৭; চামিরা ৪/২০, মালিঙ্গা ২/৫৪)।
ফল: শ্রীলঙ্কা ৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দুষ্মন্ত চামিরা।