আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনকে নিষিদ্ধ করা, মানবতাবিরোধী অপরাধে দলটির বিচার এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার তিন দফা দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েত কর্মসূচি দিয়েছে বিক্ষোভকারীরা।

শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে আন্দোলনের মধ্যে শনিবারের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আওয়ামী লীগের হাতে নিপীড়িত, খুন, গুমের শিকার, পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবিকারী সবাইকে গণজমায়েত কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত।

আরো পড়ুন:

আ.

লী‌গ নি‌ষি‌দ্ধের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে আগামীকাল (শনিবার) বেলা ৩টায় গণজমায়েত কর্মসূচি হবে।

ঢাকা/সুকান্ত/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট আওয় ম ল গ গণজম য় ত

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।

আরো পড়ুন:

খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।

তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ