আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার সকালেও চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। এতে বন্ধ রয়েছে শাহবাগ এলাকার সড়ক। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।
জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে রাতেও অনেকে অবস্থান করেন শাহবাগে। সকালে নতুন করে আসতে শুরু করেছেন অন্যরা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহতদেরও উপস্থিত হতে দেখা গেছে।
এদিকে কর্মসূচির দিকনির্দেশনা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ ভোর চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’
বৃহস্পতিবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ হব গ এনস প আওয় ম ল গ শ হব গ ব লক ড
এছাড়াও পড়ুন:
আ.লীগ নিষিদ্ধের দাবি: শাহাবাগে ৩টায় গণজমায়েতের ডাক
আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনকে নিষিদ্ধ করা, মানবতাবিরোধী অপরাধে দলটির বিচার এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার তিন দফা দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েত কর্মসূচি দিয়েছে বিক্ষোভকারীরা।
শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে আন্দোলনের মধ্যে শনিবারের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আওয়ামী লীগের হাতে নিপীড়িত, খুন, গুমের শিকার, পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবিকারী সবাইকে গণজমায়েত কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত।
আরো পড়ুন:
আ.লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ
আ. লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ
হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে আগামীকাল (শনিবার) বেলা ৩টায় গণজমায়েত কর্মসূচি হবে।
ঢাকা/সুকান্ত/রাসেল