ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
Published: 11th, May 2025 GMT
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাড়েরা এলাকার মজিদের ছেলে সজীব মিয়া (২০) ও মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান সজীব। বিকেল ৪টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেন তিনি। এসময় ঝড়ের কবলে গাছটি উপড়ে সজীবের ওপরে পড়ে। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
গরমে অতিষ্ঠ জনজীবন, মুক্তি মিলছে না সহসা
অপরদিকে, মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঝড়ে একটি ডাল ভেঙে তার মাথার ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান শফিক বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/মিলন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।