শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
Published: 12th, May 2025 GMT
রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় সিসিটিভি ভিডিও ফুটেজে দেখতে পাওয়া এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার তরুণ নিহত দুই বোনের ছোট বোনের ছেলে। তার নাম গোলাম রব্বানী ওরফে তাজ (১৮)।
রোববার দিবাগত রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গত শুক্রবার পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়িটির দোতলার একটি ফ্ল্যাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমকে (৫২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। সেদিন রাত ১১টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবারও কমেছে সোনার দাম,ভরি ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা
দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ১৩৮ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
গত ২৩ এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম। সর্বশেষ ১০ মে দেশের বাজারে সোনার দাম কমেছিল। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছিল ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। তার পরদিন আবারও দাম কমানোর ঘোষণা দেওয়া হয়।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৭ হাজার ১৪৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ১ লাখ ১৩ হাজার ৩৩৯ টাকা।
তবে আজ সোমবার পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সমিতির নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।