গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হয়েছে। এতে বোরো ধানসহ ফসলির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

আজ সোমবার (১২ মে) বিকেল ৫টার দিকে জেলার বিভিন্নস্থানে মুশলধারে বৃষ্টি শুরু হয়। এরপরই সদর উপজেলার কাঠি ও কাজুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট ধরে চলা এ শিলাবৃষ্টিতে বোরো ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সেইসঙ্গে বৃষ্টির কারণে জমিতে কেটে রাখা ধান পানিতে ভিজে গেছে। এ বিষয়ে কৃষি বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার জানান, জেলার ৮০ ভাগ জমির বোরো ধান কৃষক ঘরে তুলেছেন। শিলাবৃষ্টিতে পাটের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন:

ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু

ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র আশঙ ক

এছাড়াও পড়ুন:

ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর

গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় বাসচালকের সহকারীর ধাক্কায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকার লোকজন।

এ সময় বিক্ষোভকারীরা তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ভাঙচুর করেন। অবরোধে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিচারের আশ্বাস পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা মহাসড়ক ছেড়ে দিলেও যানজটের প্রভাব রয়ে গেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বাসচালকের সহকারীর ধাক্কায় সড়কে পড়ে সিয়াম (১৯) নামের এক কলেজছাত্র নিহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনধাক্কা দিয়ে সড়কে ফেলে দিলেন চালকের সহকারী, বাসচাপায় কলেজছাত্র নিহত২২ ঘণ্টা আগে

গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
  • ঈদুল ফিতরের বোনাস ও বকেয়া বেতনের দাবিতে বন্ধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
  • সকালেই স্বস্তির বৃষ্টি
  • ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে ২ জনের মৃত্যু
  • ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি
  • তাপ কিছুটা কমেছে, কয়েক জেলায় বৃষ্টি শুরু
  • তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের আট জেলা
  • ধাক্কা দিয়ে ফেলে শিক্ষার্থী হত্যা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাস ভাঙচুর