চরফ্যাশনে এনসিপির ব্যানার টাঙানো আওয়ামী লীগের সেই কার্যালয়ের সংস্কার চলছে
Published: 12th, May 2025 GMT
ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাইনবোর্ড টাঙানোর পর সংস্কারকাজ করা হচ্ছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতননের পর কার্যালয়টির আসবাবপত্র ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। তখন বিক্ষুব্ধ ছাত্র-জনতা জানালার কাচ ভেঙে, দরজা খুলে নিয়ে যান। এর পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
গত শনিবার দুপুরে চরফ্যাশন পৌরসভার কলেজ রোডে আওয়ামী লীগের তিনতলা ওই ভবন দখলের পর এনসিপির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। এরপর আজ সোমবার সংস্কারকাজ শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে ভবনের প্রবেশপথে কয়েকটি নতুন দরজা লাগানো হয়েছে। কার্যালয়ের ভেতরে এখনো ডেকোরেটর থেকে ভাড়া করা চেয়ার-টেবিল বসানো আছে। নিচতলায় চায়ের দোকান বসানো আছে। তবে জানালাগুলো এখনো খালি আছে। সেগুলো সংস্কার হয়নি।
ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে এনসিপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৮ ম্যাচে ৮ জয়, ২২ গোল, কোনো গোল খায়নি—বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড
ম্যাচ ৮
জয় ৮
গোল ২২
বিপক্ষে গোল ০
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এমন নিখুঁত পরিসংখ্যান ইংল্যান্ডের।
ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছিল ইংল্যান্ড। টমাস টুখেলের ইংল্যান্ডের কোচ হিসেবে সেটা ছিল প্রথম ম্যাচ। ২৪০ দিন পর তিরানায় গতকাল রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করল টুখেলের দল। ইউরোপের প্রথম দল হিসেবে অক্টোবরেই বিশ্বকাপে খেলার টিকিট তো পেয়েছেই, বাছাইপর্বটা শেষ করার পথে দারুণ এক রেকর্ডও গড়েছে ‘থ্রি লায়ন্স’রা।
বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ছয় ম্যাচ খেলতে হয়েছে—হিসাবটি করা হয়েছে এই বিবেচনায়। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করা ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনও আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলেছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের হয়ে নাসিমেন্তোর গোলসংখ্যা ৯২ ম্যাচে ৭৭টি—ওহ ভদ্রলোকের আরেক নাম পেলে!
দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার কেইন গোল পেয়েছেন