সিদ্ধিরগঞ্জে মো: হারুন অর রশিদ (৩২) নামে এক পরিবহন ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পরেছেন। এসময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১১ মে) ভোর সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পারিজাত মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। ছিনতাইর শিকার ব্যবসায়ী হারুন অর রশিদ সোনারগাঁয়ের কাঁচপুর গোপালপাড়া এলাকার মো: আবু বক্করের ছেলে।

এ ঘটনায় একই দিন রাতে ভুক্তভোগী হারুন অর রশিদ বাদী হয়ে মো: আনোয়ার হোসেন ওরফে টোকাই আনোয়ার (৪৪) নামে একজনকে এজাহারনামীয়সহ আরো অজ্ঞাত ২ জনকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে টোকাই আনোয়ার আড়াইহাজার থানার দয়াকান্দা এলাকার মো: আ: ছামাদের ছেলে।

অভিযোগে হারুন অর রশিদ উল্লেখ করেন, গত রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ব্যবসায়িক কাজ-কর্ম শেষে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড স্ট্যান্ড থেকে কাঁচপুরের বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সাইনবোর্ডের পারিজাত মার্কেট সংলগ্ন ইমরানের বাউল ক্লাবের সামনে পৌঁছামাত্র বিবাদীরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আমার পথের গতিরোধ করে আমার নিকট থাকা সকল কিছু তাদেরকে দিয়ে দিতে বলে।

তখন আমি তাদেরকে আমার নিকট থাকা মালামাল দিতে অপরাগতা প্রকাশ করায় বিবাদীরা আমাকে এলোপাথারী চড়-থাপ্পর, কিল-ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করতঃ তাদের হাতে থাকা ধারালো ছুরি ও ক্ষুর দ্বারা আমাকে ভয়-ভীতি দেখাইলে আমি ভীত-সন্ত্রস্ত হইয়া পড়ি।

এসময় বিবাদীরা আমার নিকট থাকা পরিবহনের ভাড়া বাবদ পাওয়া নগদ ৭৫ হাজার টাকা ছিনাইয়া নেয় এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকী-ধামকী প্রদান করে চলে যায়।

পরবর্তীতে আমি আমার বন্ধু মো: জসিম মন্ডলকে মোবাইল ফোনে সংবাদ দিলে আমার বন্ধু ঘটনাস্থলে এসে আমার কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে আশে-পাশে খোঁজ করে ছিনতাইকারী আনোয়ার ওরফে টোকাই আনোয়ারকে পেয়ে আটক করলে বাউল ক্লাবের জনৈক ইমরানসহ আরো কয়েকজন আমাদের টাকা ফেরত না দিয়েই আমাদের নিকট হতে জোরপূর্বক ছিনতাইকারীকে ছাড়াইয়া নেয় এবং দ্রুত এইখান থেকে চলে যেতে বললে সে চলে যায়। এসময় জনৈক ইমরানসহ আরো কয়েকজন আমাদেরকে ঘটনাস্থল হতে তাড়াইয়া দেয়। 

অভিযোগে হারুন আরো উল্লেখ করেন, বিবাদীরা উগ্র, বদমেজাজী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভবঘুরেভাবে ঘোরাফেরা করিয়া বিভিন্ন অপরাধ সংঘটন করে থাকে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতিপূর্বে ছিনতাইকারী আনোয়ার ওরফে টোকাই আনোয়ারের বিরুদ্ধে মোবাইল, নগদ অর্থ ছিনতাই ও মোটারসাইকেল চুরি সহ নানাবিধ অপরাধ সংঘঠিত করার অভিযোগ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব যবস য় ন র য়ণগঞ জ ছ নত ই স দ ধ রগঞ জ ব যবস য় ছ নত ই

এছাড়াও পড়ুন:

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজনীতি নিষিদ্ধের কথা বললেন ঢাবি ভিসি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার বিষয়টি জানালেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

শুক্রবার (৮ আগস্ট) রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এই ঘোষণা দেন।

গতকাল ঢাবির ১৮টি হলে কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরপর থেকেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এদিন রাত ১২টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। রাত ১টার পর আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে ঢাবি উপচার্য বলেন, “২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন।

এসময় তারা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে—

ছাত্রদল কেন কমিটি দিলো উপাচার্যকে জবাব দিতে হবে; ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাগছাস, বামসহ হলে এক্সিসটিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্ররাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে; ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে; হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে।

ঢাকা/সৌরভ/ইভা  

সম্পর্কিত নিবন্ধ

  • সাংবাদিক তুহিনের মোবাইল ফোন খুঁজে পাচ্ছে না পুলিশ 
  • সাংবাদিক তুহিন হত্যা: আরো একজন গ্রেপ্তার
  •  রূপগঞ্জে সড়কে ডাকাতির চেষ্টাকালে গ্রেপ্তার ২
  • শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজনীতি নিষিদ্ধের কথা বললেন ঢাবি ভিসি