Prothomalo:
2025-08-14@11:20:16 GMT

১১ বছর পর আমির-হিরানি

Published: 15th, May 2025 GMT

একসঙ্গে ফিরছেন বলিউডের সফল জুটি অভিনেতা আমির খান ও পরিচালক রাজকুমার হিরানি। ভারতের সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিকে একসঙ্গে পাওয়া যাবে তাঁদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি বছরের শেষে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ ছবির প্রায় ১১ বছর পর তাঁদের একসঙ্গে যুক্ত হওয়া সিনেমাপ্রেমীদের জন্য বড় খবর।

বায়োপিকটি দাদাসাহেব ফালকের জীবন ও তাঁর চলচ্চিত্রে অবদানের গল্প বলবে। ছবিটি ভারতের স্বাধীনতাসংগ্রামের পটভূমিতে নির্মিত হবে, যেখানে দেখানো হবে কীভাবে তিনি শূন্য থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ সিনেমাশিল্পের ভিত্তি স্থাপন করেন।

আরও পড়ুনক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকি নিচ্ছেন আমির১৩ মে ২০২৫

প্রতিবেদনে আরও জানা গেছে, আগামী অক্টোবরে ছবির শুটিং শুরু হবে। আমির খান ‘সিতারে জমিন পার’ মুক্তির পর নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন। বায়োপিকটির চিত্রনাট্য চার বছর ধরে তৈরি করা হয়েছে। রাজকুমার হিরানি, তাঁর দীর্ঘদিনের সহযোগী অভিজাত যোশী এবং লেখক হিন্দুকুশ ভারতবংশী ও অবিষ্কার ভারতবংশী মিলে এটি তৈরি করেছেন।
ছবির সময়কালের যথাযথ চিত্রায়ণের জন্য লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিওগুলো কাজ করবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অভিনয়ে তাহসান-মিথিলা কন্যা

প্রাক্তন তারকা দম্পতি রাফিয়াথ রশীদ মিথিলা ও তাহসান খান। বাবা-মায়ের পথ ধরে অভিনয়ে নাম লেখালেন এ জুটির কন্যা আইরা। তবে কোনো নাটক-সিনেমায় নয়, একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অভিনয় করেছেন কিশোরী আইরা। 

কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে আইরা অভিনীত প্রথম বিজ্ঞাপনচিত্র। এতে তার সঙ্গে রয়েছেন মা মিথিলাও। একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান। মা-মেয়ে দুজনেই এখন এই প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত। 

এ বিষয়ে রাফিয়াথ রশীদ মিথিলা বলেন, “প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল; তারা মা এবং এক টিনএজ মেয়ের গল্পে বিজ্ঞাপনচিত্র বানাতে চায়। আমরা মা-মেয়ে যেহেতু বন্ধুর মতো, তাদের কনসেপ্টটা বাস্তবেও আমাদের সঙ্গে বেশ মিলে যায়। পরে ভেবে-চিন্তে রাজি হই।”  

আরো পড়ুন:

পরকীয়ার গুঞ্জন: মুখ খুললেন সৃজিত-সুস্মিতা

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মেনেই নিতে পারছিলাম না: মিথিলা

কন্যার প্রথম অভিনয় নিয়ে রাফিয়াত রশীদ মিথিলা বলেন, “যদিও এটা বিজ্ঞাপনচিত্র, তবু এখানে অভিনয়টা রয়েছে। সে অর্থে আইরার প্রথম অভিনয় এবং আমার সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো। গল্পটা শোনার পরই ও রাজি হয়েছিল। এরপর অডিশন নেওয়া হয়, সেখানে বেশ ভালো করেছিল আইরা। তবু শুটিংয়ের শুরুতে একটু নার্ভাস ছিল। নির্মাতাকে ধন্যবাদ, তিনি সামলে নিয়েছিলেন।” 

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, “ছুটির দিনে মা-মেয়ে যেহেতু বাড়িতে একসঙ্গে সময় কাটাই, সেদিক থেকে শুটিং করছি মনেই হয়নি। দুজনে একসঙ্গে কাজ করেছি। তবে আইরার অনেকটা কষ্ট হয়েছে। ও তো সারা দিন কখনো শুটিং করেনি, শুটিং তো ভীষণ কষ্টের কাজ। ওর জন্য সহজ ছিল না।” 

ভালোবেসে ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা ও তাহসান। ২০১৩ সালের ৩০ এপ্রিল এ দম্পতির কোলজুড়ে আসে কন্যাসন্তান। তারা মেয়ের নাম রাখেন আইরা তাহরিম খান। সেই আইরা এখন অনেকটা বড় হয়ে গেছে। তার বয়স এখন ১২ বছর ৩ মাস। 

দর্শকের কাছে তারকা দম্পতি হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন তাহসান-মিথিলা। কিন্তু ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল। এরপর মিথিলা ঘর বেঁধেছেন সৃজিতের সঙ্গে, আর তাহসান বিয়ে করেছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • পাইনঅ্যাপল পাই বানাবেন যেভাবে, দেখুন রেসিপি
  • জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ: ‘সীমান্তে লড়াই চলে আর আমরা ক্রিকেট খেলতে নেমে পড়ি, এটা হতে পারে না’
  • অভিনয়ে তাহসান-মিথিলা কন্যা