বংশালে সড়কের ওপর মালামাল রাখায় ৫ জনকে জরিমানা
Published: 15th, May 2025 GMT
পুরান ঢাকার বংশালে মূল সড়কের দুই পাশে মালামাল ফেলে রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোয় কয়েকটি কুরিয়ার সার্ভিসের ৫ কর্মকর্তা-কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বংশালে মূল সড়কের দুই পাশে বেশ কিছু বেসরকারি কুরিয়ার সার্ভিস ও ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল ফেলে রেখেছিল। ফলে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। বারবার নির্দেশনা সত্ত্বেও মালামাল না সরানোয় বৃহস্পতিবার ডিএমপি ট্রাফিকের লালবাগ বিভাগ উচ্ছেদ অভিযান চালায়। অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা মালামাল জব্দ করা হয়। অভিযানের সময় অনেক মালিক ও কর্মচারী মালামাল ফেলে রেখে পালিয়ে যান।
এ ছাড়া সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ট্রাফিক পুলিশের পিওএস মেশিনের মাধ্যমে ২০টি মামলা দায়ের করা হয় বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড এমপ
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫