ইসলামাবাদে পৌঁছালেন সাকিব, মাঠে নামবেন কখন
Published: 17th, May 2025 GMT
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুনরায় শুরু হওয়া পর্বে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (১৭ মে) ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।
নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে আসর থেকে ছিটকে পড়ায়, তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর। সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা, ভানুকা রাজাপাকশে এবং অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
আগামীকাল রাতেই মাঠে নামছে লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ পেশোয়ার জালমি। সেই ম্যাচেই লাহোরের একাদশে দেখা যেতে পারে ৩৮ বছর বয়সী সাকিবকে। এটি লাহোরের লিগ পর্বের শেষ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে (৯ ম্যাচে ৯ পয়েন্ট) থাকায় সেরা চারে থেকে প্লে-অফে উঠার সুযোগ রয়েছে দলটির। সে ক্ষেত্রে সাকিব আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন।
এর আগে ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয়েছিল সাকিবের। পরে ২০১৭ ও ২০২৩ সালে পেশোয়ার জালমির জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট।
গত বছর নভেম্বরের পর আর কোনো ম্যাচে মাঠে নামেননি সাকিব। সবশেষ তিনি খেলেছেন ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। দীর্ঘদিন পর মাঠে ফেরার মঞ্চ হিসেবে এবার বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসএল স ক ব আল হ স ন
এছাড়াও পড়ুন:
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসানও
পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক উত্তেজনার কারণে মাঝপথে থেমে গিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বে বিরতি দেওয়ার সিদ্ধান্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে টুর্নামেন্টটি। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনেক বিদেশি খেলোয়াড় এই পর্বে অংশ নিতে অপারগতা জানিয়েছেন। তাদের অনুপস্থিতি পূরণে দলগুলো খুঁজছে নতুন বিকল্প, আর ঠিক সেই জায়গায় সুযোগ মিলেছে সাকিব আল হাসানের।
সাকিব এবারের আসরের প্লেয়ার ড্রাফটে থাকলেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি শুরুতে। তবে দ্বিতীয় ধাপের খেলা শুরুর আগে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এখনো ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, পিএসএলের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগেও পিএসএলে খেলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে তার অভিষেক হয় পাকিস্তানের ঘরোয়া এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে। এরপর তিনি খেলেছেন পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও। পিএসএলে মোট ১৪ ম্যাচে অংশ নিয়েছেন তিনি, যেখানে ব্যাট হাতে করেছেন ১৮১ রান (গড় ১৬.৩৬, স্ট্রাইক রেট ১০৭.১৪) এবং বল হাতে শিকার করেছেন ৮ উইকেট, ইকোনমি রেট ছিল ৭.৩৯।
আরো পড়ুন:
এই স্বীকৃতি আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে: মিরাজ
ছোটবেলা থেকেই খুব খেলতে চাইতাম: তাসনুভা তিশা
আন্তর্জাতিক অঙ্গনে বহুবার বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দেওয়া এই তারকার পিএসএলে ফেরা নিঃসন্দেহে লাহোর দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে। এখন দেখার পালা, বিরতির পর সাকিবের অভিজ্ঞতা কতটা কাজে আসে লাহোর কালান্দার্সের জন্য।
ঢাকা/আমিনুল