বরিশাল-৫ আসনের সাবেক সদস্য জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় গতকাল রাতে রাজধানী থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন।

জেবুন্নেছা আফরোজ বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর স্বামী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ। তিনি ২০১৪ সালের এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকা অবস্থায় মারা যান। পরে ওই আসনে উপনির্বাচন করে জয়ী হন হিরণের স্ত্রী জেবুন্নেছা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকায় আত্মগোপনে ছিলেন জেবুন্নেছা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য

এছাড়াও পড়ুন:

‘আমি সদরঘাটের জবা ফুল’

ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ