জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি পূরণে গঠন হচ্ছে বিশেষ কমিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সদস্যের নেতৃত্বে কমিটিতে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব এবং সেনাবাহিনীর প্রতিনিধি। কমিটি প্রয়োজন মনে করলে কারিগরি জ্ঞানসম্পন্ন আরও সদস্য নিতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণ ও কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যাতে দ্রুত হয়, সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।

গতকাল শনিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সমকালকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক হলের কাজ দ্রুত করা হবে। আমি নিজে গিয়ে দেখেছি, দাঁড়ানোর জায়গা নেই, বসা যায় না। এভাবে একটি ক্যাম্পাস চলতে পারে না। বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ বাড়ানো হবে।’

৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন দাবিতে গত মঙ্গলবার থেকে টানা চার দিন আন্দোলন করেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এতে যোগ হয়। এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যায় অধ্যাপক ফায়েজ গিয়ে দাবি পূরণের ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের অনশন ভাঙান।

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্র জানায়, আশ্বাস অনুযায়ী দাবি পূরণের কাজ শুরু হয়েছে। জবি উপাচার্যকে আগামী তিন দিনের মধ্যে আবাসিক হল নির্মাণের বিষয়ে প্রকল্প প্রস্তাব ও ডিজাইন তৈরি করে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম সমকালকে জানান, আবাসিক হলের প্রকল্প প্রস্তাব সোমবার মন্ত্রণালয়ে জমা দেবেন তারা। সরকার অনুমোদন দিলে নির্মাণকাজ দ্রুত শুরু হবে। তিনি বলেন, ‘সরকার বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি করবে। খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণ করা হবে। নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নে সবকিছু করা হবে।’

সূত্র জানায়, আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকরের বিষয়ে সরকার একমত নয়। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, বাংলাদেশ নয়, বিশ্বের কোনো দেশে এমন নজির নেই। এ ব্যাপারে ইউজিসি চেয়ারম্যান সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক ও নৈতিক দাবিগুলো সরকার পূরণ করবে।’

১৮৫৮ সালে প্রতিষ্ঠা পাওয়া জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় ২০০৫ সালে। শুরু থেকেই শিক্ষার্থীরা ভুগছেন আবাসন সংকটে। শিক্ষার পরিসর বাড়লেও আবাসন সমস্যার সমাধান হয়নি। কলেজ থাকাকালে যেসব ছাত্রাবাস ছিল, সেগুলোও বেহাত হয়ে যায়। ১৯৮৫ সালের ৮ ফেব্রুয়ারি আরমানিটোলার আব্দুর রহমান হলে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের পর আজমল হল, বাণী ভবন ও এরশাদ হল (বর্তমানে কলাভবন) ছাড়া অন্যগুলো বন্ধ করে দেয় সরকার।

বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর কয়েক দফা আন্দোলনে দুটি হল উদ্ধার হয়। ২০১৪ সালেও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তবে সুবিধা করতে পারেননি।

বেদখল হলগুলোর মধ্যে পুরান ঢাকার ওয়াইজ ঘাটের ৮ দশমিক ৮৮৯ কাঠার তিব্বত হলের জমিতে ‘গুলশান আরা সিটি মার্কেট’ নির্মাণ করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিম। বেদখল অন্য হলের মধ্যে রয়েছে– আরমানিটোলার ২৫ দশমিক ৭৭ কাঠায় দ্বিতল ভবন আবদুর রহমান হল, আরমানিটোলার মাহুতটুলীর ৪০ কাঠায় আনোয়ার শফিক হল, ওয়ারীর টিপু সুলতান রোডের গোপীমোহন বসাক লেনে এক বিঘা জমিতে নজরুল ইসলাম হল (আংশিক উদ্ধার)। এই হলের বিপরীতে ২৩ কাঠা জমিতে অধ্যক্ষ সাইদুর রহমান ও আব্দুর রউফ রহমান হল, রমাকান্ত নন্দী লেনের ৫ কাঠায় আজমল হোসেন হল, বংশালের পুরানা মোগলটুলীর বজলুর রহমান হল।

পুরান ঢাকায় ৭ একর জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। জমির সংকুলান না হওয়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস করতে ২০০ একর জমি দেয়। সেখানকার নির্মাণকাজ শেষ হয়নি। আওয়ামী লীগের পতনের পর কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বাকি কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। যদিও এখন পর্যন্ত প্রকল্পের কাজ সেনাবাহিনী বুঝে পায়নি।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি বরাদ্দের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। ২০২৪-২৫ অর্থবছরে ২০১ কোটি টাকার বাজেট ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৫০ কোটি বেশি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনে ব্যয় হয় ১১৬ কোটি ৬২ লাখ টাকার বেশি। ইউজিসি থেকে ১৫৪ কোটি ৯৪ লাখ টাকা আসবে ধরে নিয়ে বাজেট দেওয়া হয়। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় ধরা হয় ৮ কোটি ৩০ লাখ টাকা।

চলতি অর্থবছরে জবির প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর জন্য ইউজিসির বরাদ্দ ১৫৪ কোটি টাকা, যা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশ কম। শিক্ষার্থীর আনুপাতিক হারে বাজেট বরাদ্দ চান শিক্ষক-শিক্ষার্থীরা।

পরিকল্পনা উপদেষ্টা ড.

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। কিন্তু তারা এখনও কেন বুঝে পায়নি, তা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি খতিয়ে দেখবে বলে আশা করি। শিক্ষার্থীদের অন্যান্য দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। সব পক্ষের সহযোগিতায় দ্রুত সমস্যার সমাধান হবে।

তিনি জানান, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ একটি পূর্ণাঙ্গ প্রকল্প। অর্থাৎ, মাস্টারপ্ল্যানের অধীনে নির্মাণ প্রকল্পের অংশ বিশেষ যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা হলে একনেক দ্রুত অনুমোদন দেবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: রহম ন হল প রকল প র রহম ন বর দ দ সরক র ইউজ স

এছাড়াও পড়ুন:

প্রকল্পের তিন মাসের খরচ বিবেচনা করে সংশোধিত এডিপিতে বরাদ্দ

চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতির ওপর পর্যালোচনা করে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয়। বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

আগামী রোববার থেকে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পে আছে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক শুরু করবে ইআরডি।

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৯ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। প্রথম তিন মাসে মাত্র ৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

এবারের এডিপিতে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা দেশীয় উৎস থেকে এবং ৮ হাজার ৬৯৬ কোটি টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে। বাকি ৮৬ হাজার কোটি টাকা বিদেশি সহায়তা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে।

কিন্তু চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মাত্র ৫ হাজার ৭৮ কোটি টাকা খরচ হয়েছে, যা বিদেশি সহায়তার মাত্র ৬ শতাংশের মতো। এর মানে হলো, অর্থবছরের চার ভাগের এক ভাগ সময় পেরিয়ে গেলেও বিদেশি সহায়তা খরচে হতাশাজনক চিত্র মিলছে।

ইতিমধ্যে সংশোধিত এডিপিতে বরাদ্দ কীভাবে হবে, তা নিয়ে ইআরডি সব মন্ত্রণালয় ও বিভাগকে পাঁচ দফা নির্দেশনা পাঠিয়েছে। এই নির্দেশনাগুলো হলো—এক. প্রকল্পের আর্থিক বাস্তবায়ন অগ্রগতি ও ক্রমপুঞ্জিভূত খরচ ইত্যাদির সঙ্গে অবশিষ্ট প্রাপ্যতার সামঞ্জস্য রেখে বরাদ্দ চাহিদা দিতে হবে। দুই. প্রকল্পের ব্যয়ের বিদেশি ঋণ, অনুদান ইত্যাদি আলাদা করে পাঠাতে হবে। চার. অনুমোদন ছাড়া সংশোধিত এডিপিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না। চার. ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের প্রক্ষেপণ প্রেরণের সময় বিশেষ সতর্কতা ও যৌক্তিকতা অবলম্বন করতে হবে। চার. কোনো প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বা প্রকল্পের খরচ বাড়ানো হলে সরকারি আদেশের কপি পাঠাতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই–সেপ্টেম্বরে ঋণছাড়ে এগিয়ে বিশ্বব্যাংক ও রাশিয়া, কোনো অর্থ দেয়নি চীন
  • সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 
  • ২৯ দিনে প্রবাসী আয় ২৪৩ কোটি ডলার
  • শেষে এসে ‘বিপদে’ ওয়াসা
  • তিন মাসে বিদেশি ঋণ এসেছে ১১৫ কোটি ডলার, শোধ ১২৮ কোটি ডলার
  • রেমিট্যান্স ২৯ হাজার কোটি টাকা অতিক্রম
  • প্রকল্পের তিন মাসের খরচ বিবেচনা করে সংশোধিত এডিপিতে বরাদ্দ