সাকিব আল হাসান আর সেই সাকিব নেই। ক্যারিয়ারের শেষ পর্যায়ে সামর্থ্যেও পড়েছে টান। চোখের সমস্যায় ব্যাটিং নিয়ে তাঁর সমস্যা তো অনেক দিনের। সবচেয়ে বড় কথা, সাকিব তো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেন না ছয় মাসের বেশি সময়।

এবারের পিএসএলে লাহোর কালান্দার্স এমন এক সাকিবকেই দলে নিয়েছে। তা–ও অলিখিত কোয়ার্টার ফাইনালের আগে। পেশোয়ার-লাহোরের এই ম্যাচে যে হারবে, ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবকে কি একাদশে রাখবে লাহোর?

প্রশ্নটি উঠছে সাকিব তাঁর সেরা সময়ের অনেক দূরে বলে। পিএসএলে এর আগে যে দলেই সাকিব খেলেছেন, নিয়মিত ছিলেন। এবার গল্পটা ভিন্ন। সাকিবকে লাহোর কেন স্কোয়াডে নিল, সে প্রশ্নের উত্তর আগে খোঁজা যাক। সাকিবের বর্তমান পরিস্থিতি নিশ্চয় তাদেরও অজানা নয়।

আজ সুযোগ পেলে কেমন করবেন সাকিব?.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন সাকিব, যাবেন না রিশাদ 

নিউইয়র্ক থেকে পিএসএলের দল লাহোর কালান্দার্সে খেলার আবেদন করেছিলেন সাকিব আল হাসান। যেহেতু তিনি এখন জাতীয় দলের সঙ্গে নেই, তাঁকে তাই পুরো টুর্নামেন্টের জন্যই অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

সাকিব লাহোরে গেলেও সেখানে ফিরছেন না রিশাদ হোসেন। কিছুদিন আগেই তিনি এই দলের হয়ে খেলে দেশে ফিরেছেন। সে সময় তাঁর করা একটি মন্তব্য নিয়ে অখুশি ছিল লাহোর কালান্দার্স। 

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সার্বিক পরিস্থিতি বোঝাতে গিয়ে রিশাদ বাংলাদেশি একটি ওয়েবসাইটকে বলেছিলেন, ‘মিচেল (ড্যারেল) আমাকে বলেছিল, সে আর কখনও পাকিস্তান যাবে না। টম কারেন শিশুদের মতো কাঁদছিল।’ 

যদিও অনাকাঙ্ক্ষিত এ মন্তব্যের জন্য লাহোর কালান্দার্স কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন রিশাদ। কিন্তু পরে  আর ব্যাপারটি স্বাভাবিক হয়নি। এবার নাকি রিশাদই তাদের জানিয়ে দিয়েছেন আর ফিরছেন না সেখানে। যদিও এখন পর্যন্ত পিএসএলে খেলা বাংলাদেশিদের মধ্যে রিশাদই সেরা পারফরমার। পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। 

রিশাদের মতো নাহিদ রানারও পিএসএলে ফেরাটা অনিশ্চিত। পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। আসলে আইপিএল ও পিএসএলের জন্য বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হচ্ছে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের পরই। 

সম্পর্কিত নিবন্ধ

  • ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব
  • গোধুলি বেলায় আলোর দেখা
  • ৬ মাস পর আসল ক্রিকেটে ফিরে সাকিব যা বললেন
  • বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ
  • আইপিএল ও পিএসএলে সাকিব-মুস্তাফিজদের ম্যাচ কবে কখন
  • ইসলামাবাদে পৌঁছালেন সাকিব, মাঠে নামবেন কখন
  • পিন্ডিতে সাকিব ‘শো’র অপেক্ষা
  • আইপিএলে মোস্তাফিজ ও পিএসএলে সাকিবের খেলা কবে
  • পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন সাকিব, যাবেন না রিশাদ