পাকিস্তান সুপার লীগে খেলার প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের দল লাহোর লাহোর কালান্দার্স মিরাজকে পেতে আগ্রহ দেখিয়েছে। খেলতে রাজি হয়েছেন মিরাজও। এজন্য অনাপত্তি পত্র চেয়ে বিসিবির কাছে আবেদনও করেছেন।

সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে চেয়েছে লাহোর। গতকাল পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে প্লে-অফ খেলা। ১০ ম‌্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে প্লে অফে উঠেছে তারা। ২২ মে এলিমিনেটর ম‌্যাচ খেলবে লাহোর।

ঢাকা/ ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ

ইমিগ্রেশন জটিলতায় টানা তিন রাত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। সব জটিলতা কাটিয়ে আজ থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত এই দুই তরুণ ক্রিকেটার।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত বুধবার প্রথম বহরের সঙ্গে দেশ ছাড়েন রিশাদ ও নাহিদ। তবে দুবাইয়ে পৌঁছানোর পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর ছাড়লেও অন্য সদস্যরা, আটকে দেওয়া হয় রিশাদ ও নাহিদকে।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে জানান, ‘দলের বাকি সদস্যরা ইমিগ্রেশন পেরিয়ে বের হয়ে গেলেও, রিশাদ ও নাহিদকে আটকানো হয় এবং পরে তাদের ওপরের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এমনকি কিছু সময় তাদের সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি। অথচ তাদের ভিসা ঠিকঠাক করেই পাঠানো হয়েছিল।’

পরিস্থিতি সামাল দিতে দ্রুত আমিরাত ক্রিকেট বোর্ড ও দুবাইয়ে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শুক্রবার মধ্যরাতের পর অবশেষে দলের সঙ্গে যোগ দেন রিশাদ ও নাহিদ। তাদের ছাড়াই বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলন করে বাংলাদেশ দল।

ধারণা করা হচ্ছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে আসার সময় তাদের ভ্রমণ-সংক্রান্ত কোনো জটিলতা থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পিএসএল আকস্মিকভাবে স্থগিত হওয়ার পর অনেক বিদেশি খেলোয়াড়ের মতো রিশাদ ও নাহিদও বিশেষ ব্যবস্থায় আমিরাতে যান। সেই ব্যবস্থার কোনো ভুলেই হয়তো এবার বিমানবন্দরে বাধা পেতে হয়েছে তাদের।

আজ (শনিবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে সোমবার, একই মাঠে এবং একই সময়ে।

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএল খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন মিরাজ
  • পেশোয়ারকে উড়িয়ে প্লে–অফে সাকিবের লাহোর
  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাকিবকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর
  • ‘কসম খেয়ে বলছি, আমি কাঁদিনি’, রিশাদের দাবি অস্বীকার কারেনের
  • সাকিব নেই পুরোনো সাকিব, একাদশে সুযোগ কি পাবেন
  • ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব
  • গোধুলি বেলায় আলোর দেখা
  • ৬ মাস পর আসল ক্রিকেটে ফিরে সাকিব যা বললেন
  • বিমানবন্দরে তিন রাত আটকে থাকার পর দলের সঙ্গে রিশাদ-নাহিদ