একটি মেয়ের মুখে ছিল আলোর রেখা। সে পর্দায় কথা বলত, সংলাপে হাসত, কাঁদলে দর্শক ভুলে যেত ওটা অভিনয়। চলচ্চিত্রের আলোকিত জগতের সেই মেয়েটিকে ভক্তরা ‘নুসরাত ফারিয়া’ নামে চেনেন। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল। না, কোনো সিনেমায় অভিনয়ের জন্য নয়, গতকাল রবিবার দুপুরে আকাশ ছোঁয়ার ঠিক আগমুহূর্তে তাকে আটকে দেওয়া হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। সোমবার আদালতের নির্দেশে এই নায়িকাকে পাঠানো হয়েছে কারাগারে। 

দেশের একদিকে রাজনৈতিক উত্তেজনার প্রবাহ, অন্যদিকে শৈল্পিক সমাজে এ ঘটনায় অস্বস্তির ঢেউ। শিল্পের মানুষগুলো বিব্রত। তাদের অনেকেই জুলাই আন্দোলনের সময় যেমন সোচ্চার ছিলেন, এবারও তেমনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা কেউ রাজনীতিক নন। তারা শিল্পী। কাজ করেন পর্দায়, কাগজে, কণ্ঠে। এসব তারকা ও কলাকুশলীরা ফারিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। 

সেখানে তিনি লেখেন, “আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।” 

নির্মাতা আশফাক নিপুণ কথা না ঘুরিয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি ও অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার। হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনো রকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া বা পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।”

আজমেরী হক বাঁধন ফেসবুকে লিখেছেন, “কি এক লজ্জা! ফ্যাসিস্ট সরকার যা করেছে, সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না.

.. এটা অগ্রহণযোগ্য।”

অভিনয় কি অপরাধ? প্রশ্ন তুলেছেন খায়রুল বাশার। ছোটপর্দার পরিচিত মুখ খায়রুল বাশার ক্ষোভ নিয়ে বলেন, “সে অভিনেত্রী। রাজনীতি করেন না। তাহলে সিনেমায় একটি চরিত্রে অভিনয়ের দায়ে কেন তাকে হেনস্তা করা হলো? সরকারি আয়োজনে কোনো শিল্পী অংশ নিলে, ভবিষ্যতে যদি অন্য সরকার তাকে দোষারোপ করে তবে শিল্পীরা কোথায় দাঁড়াবে?”

“চলচ্চিত্রে অভিনয় করে কেউ দোসর হয় না” বলেছেন পরিচালক শিহাব শাহীন। সহজ বক্তব্য এই পরিচালকের “নুসরাত ফারিয়াকে আজগুবি মামলায় হয়রানি করা হচ্ছে।”

তার এই পোস্টে একজন মন্তব্যে লেখেন, ‘তিনি স্বৈরাচারের দোসর।’ জবাবে শিহাব লেখেন, “একটি সিনেমায় অভিনয় করলেই কেউ দোসর হয়ে যায় না।”

 তরুণ র‍্যাপার তাবীব মাহমুদ মনে করিয়ে দেন— “নুসরাত ফারিয়া কোনো সহিংসতা চালাননি, তিনি কোনো মিছিলেও ছিলেন না। তিনি বলেছিলেন, ‘প্রত্যেক মেয়ের ভেতরেই একেকজন হাসিনা আছেন।’ যেহেতু তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, তাই আবেগে বলেছেন। তিনি বুঝতে পারেননি শিল্পীদের কোনো রাজনীতিতে ঘেঁষতে নেই।’’

তার এমন পোস্টে কেউ হেসেছেন, কেউ প্রশংসা করেছেন।

অভিনেতা-পরিচালক শরাফ আহমেদ জীবন ক্ষোভ চাপতে পারেননি। তিনি লিখেছেন, “ফারিয়ার জায়গায় আমিও হতে পারতাম। শিল্পীদের ডাকলে তারা যাবে— এটাই তো স্বাভাবিক। এখন কি আমরা সেই ডাককেও ভয় পাবো?’’

ঢাকা/রাহাত//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন ত সরক র

এছাড়াও পড়ুন:

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।

শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।

হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।

তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগে

নিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।

শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে

সম্পর্কিত নিবন্ধ

  • নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও