৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি
Published: 20th, May 2025 GMT
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে।
সোমবার (১৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিভিন্ন রুটগুলোর (ঢাকা থেকে) অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যেসব ডিপো থেকে রুট পরিচালনা করা হবে তার মধ্যে মতিঝিল বাস ডিপো থেকে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটে; কল্যাণপুর বাস ডিপো থেকে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটে; গাবতলী ডিপো থেকে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটে; জোয়ারসাহারা বাস ডিপো থেকে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে; মিরপুর বাস ডিপো থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে; মোহাম্মদপুর বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুটে; গাজীপুর বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ী বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল রুটে; নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোণা রুটে; নরসিংদী বাস ডিপো থেকে স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুটে; কুমিল্লা বাস ডিপো থেকে সিলেট, সুনামগঞ্জ রুটে; সিলেট বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম রুটে; দিনাজপুর বাস ডিপো থেকে ঢাকা-দিনাজপুর রুটে; সোনাপুর বাস ডিপো থেকে চট্টগ্রাম রুটে; বগুড়া বাস ডিপো থেকে যশোর, রংপুর, বরিশাল রুটে; রংপুর বাস ডিপো থেকে পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা রুটে; খুলনা বাস ডিপো থেকে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে; পাবনা বাস ডিপো থেকে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে; ময়মনসিংহ বাস ডিপো থেকে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে; চট্টগ্রাম বাস ডিপো থেকে রংপুর, সিলেট, ভোলা রুটে; টুঙ্গীপাড়া বাস ডিপো থেকে ঢাকা, চিলমারী, পাটগাতী রুটে; বরিশাল বাস ডিপো থেকে ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে যাত্রীদেরকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবাগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বাস রিজার্ভের জন্য ম্যানেজার (অপা.
ঢাকা/এএএম/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ ব আরট স বর শ ল ঠ ক রগ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত
নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সুভদ্রা মহারানীর উল্টো শুভ রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল তিনটায় রথযাত্রা মহোৎসবে উপলক্ষে বরফকল মাঠ হতে এক সুবিশাল রথে শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শোভাযাত্রা নারায়ণগঞ্জ শহরের পরিক্রমা করে মাসির বাড়ী দেওভোগ আখড়ায় প্রবেশ করে।
এদিকে উল্টো রথযাত্রা সফলে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার এবং কর্মীবহিনী দিয়ে পূজা পরিষদের নেতৃবৃন্দ রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত তত্ত্বাবধান করেন।
উল্টো রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, দেওভোগ আখড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস।
সভাপতিত্ব করেন শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার, গোয়ালপাড়া, নগরখানপুরের পক্ষ থেকে অধ্যক্ষ শ্রীকৃষ্ণকান্ত দাস, সভাপতি শ্রী মহারাজ পোদ্দার (কানাই), নি.সভাপতি রতন চন্দ্র শীল ও সা.সম্পাদক শ্রী কৃষ্ণ কেশব দাস।
উল্লেখ্য: শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ (ইসকন অনুমোদিত), শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার, গোয়ালপাড়া, নগর খানপুর বিগত ৫ বৎসর যাবৎ শ্রীজগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা মহোৎসব ও শোভাযাত্রা ছোট পরিসরে উদযাপন করে আসছে। শনিবার হাজার হাজার ভক্তের মহাসমারোহে শ্রীজগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী নারায়ণগঞ্জ শহর পরিক্রমা করে শ্রীশ্রী নিতাই চৈতন্য প্রীচিং সেন্টার, গোয়ালপাড়া, নগরখানপুর, নারায়ণগঞ্জ এ প্রবেশ করলে মহাভোগ ও আরতি নিবেদনের মাধ্যমে শ্রীবিগ্রহগণকে শ্রীমন্দিরে স্থাপন করা হয়।