খুলনার সাবেক মেয়র খালেক ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 20th, May 2025 GMT
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমক কমিশনের (দুদক) খুলনার উপপরিচালক আবদুল ওয়াদুদ।
আদালতের আদেশের পর এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ সুপার, ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরকে চিঠি দিয়েছে দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়।
আবদুল ওয়াদুদ বলেন, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ আছে। এ বিষয়ে তদন্ত করছে দুদকের খুলনা কার্যালয়। অনুসন্ধানকালে তাঁরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। আদালতের ওই আদেশ ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। ওই দুই দপ্তর থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২৪ মার্চ তালুকদার আবদুল খালেক ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করে দুদক। খালেক ও তাঁর স্ত্রী হাবিবুন নাহার এখনো দেশেই আছেন বলে মনে করছেন দুদক কর্মকর্তারা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত