ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। 

মঙ্গলবার (২০ মে) ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে তার প্রশাসনের ভূমিকার জন্য একাধিকবার কৃতিত্ব নেওয়ার পরেও ভারতীয় পররাষ্ট্র সচিবের এই বক্তব্য এসেছে। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে ইতিমধ্যে ধন্যবাদ জানিয়েছেন।

আরো পড়ুন:

ভারতের বিভিন্ন ভ্রমণ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে ‘ইউআইইউ মেরিনার’ দল

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছিল ভারত। পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। কিন্তু পরবর্তীতে ভারত পাকিস্তানে হামলা চালালে পারমাণবিক শক্তিধর দেশ দুটি সামরিক যুদ্ধে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার (১৯ মে) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে বলেছেন, “যুদ্ধবিরতির প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে এসেছে এবং অন্য কোনো দেশ আলোচনায় জড়িত ছিল না।”

ডন বলছে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস একজন সিনিয়র সংসদ সদস্যের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

‘ওয়াশিংটন ভারত-পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সহায়তা করেছে’  ট্রাম্পের এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি বলেন, “নয়াদিল্লির সাথে আমেরিকার নিয়মিত আলোচনা হয়েছে, কিন্তু কোনো মধ্যস্থতা হয়নি।”

রিপোর্ট অনুসারে, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ৩১ সদস্যের সংসদীয় প্যানেলের সামনে এটি ছিল মিশ্রির প্রথম উপস্থিতি। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে, সংসদ সদস্যরা পররাষ্ট্র সচিবকে অসংখ্য প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ‘সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, সামরিক পদক্ষেপ বন্ধের সিদ্ধান্ত দ্বিপাক্ষিক স্তরে নেওয়া হয়েছে’। যার অর্থ তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই।

সংসদীয় প্যানেলের আলোচনার সময় মিশ্রির কাছে জানতে চাওয়া হয়, ভারত সরকার কেন ট্রাম্পকে কেন্দ্রবিন্দুতে রাখছে এবং যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবি খণ্ডন করছে না।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মিশ্রি এই প্রশ্নের কোনো উত্তর দেননি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বৈঠকে একজন সংসদ সদস্য পররাষ্ট্র সচিবের কাছে জানতে চান, “ট্রাম্প প্রকাশ্যে কমপক্ষে সাতবার দাবি করেছেন যে, তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন। ভারত কেন নীরব ছিল?” 

আরেকজন জানতে চান, ‘ভারত কেন ট্রাম্পকে বারবার এই কথা বলার সুযোগ দিয়েছে।”

ইন্ডিয়া টুডে জানিয়েছে, “সাংসদরা যে ধারণাটি পেয়েছেন তা হলো, ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িত করেনি এবং আমেরিকার এটি ঘোষণা করার সিদ্ধান্তে ভারতও জড়িত ছিল না।” 

টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, “মিশ্রি জানিয়েছেন, ট্রাম্প যুদ্ধবিরতি সম্পর্কে তার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছেন এবং কোনো সরকারি চ্যানেলের মাধ্যমে নয়, যেখানে ভারত তার বক্তব্য তুলে ধরতে পারত।”

ক্যামেরার সামনে অধিবেশন চলাকালীন ভারতের পররাষ্ট্র সচিব ‘অদূর ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক’ করার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র র পরর ষ ট র ত র পর সদস য

এছাড়াও পড়ুন:

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।

বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।

সম্পর্কিত নিবন্ধ

  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির
  • কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
  • প্রশিক্ষকদের দায়িত্বে উদাসীনতাসহ যেসব অসংগতি উঠে এল প্রাথমিক তদন্তে
  • চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১
  • চলন্ত গাড়ির নিচে পড়েও অক্ষত অবস্থায় ফিরল ৩ বছরের শিশুটি
  • মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
  • যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন