পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। লাহোর কালান্দার্স দলে নিয়েছে তাকে। বিসিবির ছাড়পত্র পাওয়া এই ক্রিকেটার মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

তবে যাওয়ার পথে ঘটেছে এক বিপত্তি। পাসপোর্ট বাসায় রেখে বিমানবন্দরে হাজির হন মিরাজ। বিমানবন্দরে আসার পর মিরাজ বুঝতে পারেন সঙ্গে পাসপোর্ট নেই। পরে অন্য একজনকে বাসায় পাঠিয়ে পাসপোর্ট আনান ডানহাতি এই অলরাউন্ডার।

২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশ নিতে মিরাজকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। তিনি লাহোর কালান্দার্সের হয়ে এলিমিনেটর রাউন্ডে খেলবেন। লাহোরের হয়ে খেলা সিকান্দার রাজার জায়গায় মিরাজকে চেয়েছে দলটি।

জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় মিরাজের পিএসএল খেলা নিয়ে কোনো বাধা দেয়নি বিসিবি। বরং বোর্ড বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। চলতি আসরের শুরুতে পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার—লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে ইনজুরির কারণে এক ম্যাচও না খেলেই দেশে ফেরেন লিটন।

রিশাদ লাহোরের হয়ে পাঁচটি ম্যাচ খেললেও নাহিদ মাঠে নামার সুযোগ পাননি। ৯ মে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সাময়িকভাবে পিএসএল বন্ধ হয়ে গেলে দেশে ফিরে আসেন তারা। বর্তমানে এই দুই ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা জাতীয় দলে রয়েছেন। ফলে তাদের আর দেখা যাবে না এবারের আসরে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল প এসএল

এছাড়াও পড়ুন:

ইনজুরিতে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। তবে এরই মাঝে দুশ্চিন্তা তৈরি করেছে নাজমুল হোসেন শান্তর চোট। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে তিনি পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) আঘাত পান।

চোট পাওয়ার পর মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার। এরপর আর মাঠে নামেননি। বর্তমানে বরফ দেয়া ও বিশ্রামে রেখে তার চিকিৎসা চলছে। বিসিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শান্তকে আপাতত ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর এক্স-রে করানো হতে পারে।

জানুয়ারি মাসেও শান্ত একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। তখন দীর্ঘ বিশ্রাম শেষে তিনি দলে ফিরেছিলেন। আজ শান্তর অবস্থা আবারও মূল্যায়ন করবে দলের মেডিকেল টিম। এরপরই জানা যাবে তিনি ক্যান্ডিতে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন কিনা।

আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

সম্পর্কিত নিবন্ধ