আসছে ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে সরকারি বন্ধের দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল থাকবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ–সংক্রান্ত এক নির্দশনায় এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫-১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপন করা হতে পারে। ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। তবে ঈদের ছুটির মধ্যেও কাস্টম হাউসগুলো সীমিত পরিসরে খোলা থাকছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক স টম

এছাড়াও পড়ুন:

এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৪০০ কোটি টাকার ঋণ

দেশের চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের ঋণ পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে। অর্থাৎ ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকেরা তাঁদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা খরচ করেছেন। আজ বুধবার ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জানিয়েছে, চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে প্রথম ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের পোর্টফোলিও ৪০০ কোটি টাকা অতিক্রম করেছে। এ উপলক্ষে আজ ব্যাংকের পক্ষ থেকে কেক কেটে এই অর্জন উদ্‌যাপন করা হয়।

রাজধানীর গুলশানে আজ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ব্যাংকটির ক্রেডিট কার্ডের সংখ্যা ৬৭ হাজারের বেশি। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি সর্বশেষ ২০২৪ সালে ৭ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে। আর চলতি বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জানুয়ারি–মার্চ প্রান্তিকে ব্যাংকটির কর–পরবর্তী মুনাফা দাঁড়ায় ৪ কোটি ১৪ লাখ টাকা। চতুর্থ প্রজন্মের এই ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ৬৯০ কোটি টাকা। এটির শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০ টাকা ৪০ পয়সা। ব্যাংকটি গত বছরের ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটির শেয়ারের ৫৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা–পরিচালকদের হাতে। বাকি ৪৫ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
  • জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
  • পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ডিএমপি
  • এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৪০০ কোটি টাকার ঋণ
  • তাজিয়া মিছিলে বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ