বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে একের পর এক চমক, আছেন রেকর্ডগড়া এক ছক্কামেশিন
Published: 21st, May 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যে দলে রাখা হয়েছে এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে। বাংলাদেশের সিরিজের দলেও সুযোগ পাননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদিও। যা বড় চমকই বটে।
পাকিস্তান সর্বশেষ সিরিজ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। শাহিন আফ্রিদি ছাড়াও ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওমর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। এদের মধ্যে পেসার আব্বাস আফ্রিদি পিএসএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক(১৭টি)।
সাহিবজাদা পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটসম্যান। অভিষেক সেই ২০১৮ সালে। তবে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএলের আগে গত ১৪ মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে। সেই টুর্নামেন্টে তাঁর ছক্কা ছিল ৭ ম্যাচে ৪০টি। জানিয়ে রাখতেই হচ্ছে, ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি।
পাকিস্তানের হয়ে ছয় বছরে ৯ ম্যাচ খেলে ৮৬ রান করা এই ব্যাটসম্যান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২। তাঁর ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
টুর্নামেন্টে স্ট্রাইকরেট ছিল ১৮৯.
পিএসএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তারই। ১৫৪ স্ট্রাইক রেটে করেছেন ৩৯৪ রান। সর্বশেষ ম্যাচেও ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ইসলামাবাদ ইউনাইটেডের প্লে-অফে খেলা নিশ্চিত করেছেন তিনি। বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে কোচ মাইক হেসন যুগের শুরু হতে যাচ্ছে। এই সিরিজের সূচি এখনো প্রকাশ হয়নি। তবে সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরে।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসএল খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন মিরাজ
সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। তবে এবার পিএসএলে ডাক পেয়েছেন মিরাজ। তাঁরও ঠিকানা হচ্ছে লাহোর কালান্দার্স।
তাঁর অনাপত্তিপত্র চাওয়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।
তিনি জানান, অনাপত্তিপত্রের জন্য আজ সকালে আবেদন করেছেন মিরাজ। তবে এখনো এ নিয়ে সিদ্ধান্ত হয়নি।
গত মাসে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মিরাজ। তবে টি-টোয়েন্টিতে জাতীয় দলে জায়গা হয়নি তাঁর। যদিও মিরাজ সব সময় তাঁদের নজরে আছেন বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
নিজের ফাঁকা এই সময় প্রথমবার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন মিরাজ। সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ওভারপ্রতি ৭.৫৫ গড়ে রান দিয়ে ১০৭ উইকেট নিয়েছেন মিরাজ। ব্যাট হাতেও আছে ২০৯৯ রান।