ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ বছর পর একক কমিটি হয়েছে এ উপজেলায়।

১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান ও সদস্যসচিব আজিজুল হক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আরও ২৪ জনকে।

পৌর বিএনপির ৯৫ সদস্যবিশিষ্ট কমিটিতে আলী আকবর আনিসকে আহ্বায়ক ও সুজিত কুমার দাসকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে ২৩ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

১৩ মে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করে জেলা উত্তর বিএনপি। জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দলের নেতা-কর্মীদের ফেসবুক আইডিতে ওই তালিকা প্রকাশ পায়।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার সকালে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘সকল পক্ষকে সমন্বয় করে কমিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার যে কমিটি গঠন করা হয়েছে, তার মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে নতুন উদ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা হবে বলে আশা করছি।’

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, ২০০৯ সালে সর্বশেষ একক কমিটি গঠন হয়েছিল উপজেলা ও পৌর বিএনপির। এরপর ২০১৪ সালে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তখন জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দ্বন্দ্বে গৌরীপুর উপজেলায় দুটি পৃথক আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এ সময় পৌর বিএনপির কমিটি দেওয়া হলেও দল থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করায় কেন্দ্র থেকে সে কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এরপর আর পৌর বিএনপির কমিটি গঠন হয়নি।

এদিকে উপজেলা বিএনপির দুটি পৃথক কমিটি থাকায় পৃথকভাবে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দলীয় কোন্দল মেটাতে ২০২২ সালের ২২ অক্টোবর গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান প্রথম আলোকে বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই, তবে দল নিজস্ব গতিতে চলবে। কেউ কেউ বিপথগামী হবেন এটি স্বাভাবিক। বর্তমানে দল অতীতের যেকোনো সময়ের চেয়ে গতিশীল। আগামী নির্বাচন সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে এগিয়ে নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও প র ব এনপ র গ র প র উপজ ল কম ট ত গঠন ক সদস য

এছাড়াও পড়ুন:

৫৬ বছর বয়সেই চলে গেলেন ‘নিপ/টাক’ তারকা জুলিয়ান ম্যাকমাহন

চলে গেলেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন। মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন এই অভিনেতা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে বুধবার (স্থানীয় সময়) মারা যান জুলিয়ান ম্যাকমাহন। তাঁর স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছেন মৃত্যুর খবর।
বিবৃতিতে কেলি বলেন, ‘জুলিয়ান জীবনকে ভালোবাসত। সে তার পরিবারকে ভালোবাসত। বন্ধুদের ভালোবাসত। নিজের কাজকে খুবই শ্রদ্ধা করত। তার হৃদয়জুড়ে ছিল ভক্তদের জন্য গভীর ভালোবাসা। জীবনে যতটা সম্ভব আনন্দ ছড়াতে চাইত সে। এ সময় আমাদের একান্ত প্রার্থনা, আপনারা আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখাবেন।’

‘চার্মড’ দিয়ে শুরু, ‘নিপ/টাক’ দিয়ে খ্যাতির শিখরে ওঠেন জুলিয়ান ম্যাকমাহন। অভিনয়জীবনের শুরু থেকেই ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯৮ সালে সুপারন্যাচারাল টিভি সিরিজ ‘চার্মড’-এ কোল টার্নার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। এরপর ২০০৩ সালে শুরু হওয়া মেডিকেল ড্রামা ‘নিপ/টাক’-এ প্লাস্টিক সার্জন ডা. ক্রিশ্চিয়ান ট্রয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। ছয় মৌসুম ধরে চলা এ সিরিজটি তাঁকে আন্তর্জাতিক তারকা করে তোলে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত চলা সিরিজটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়নও পান।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ছিলেন জুলিয়ান। বিশেষ করে ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫) এবং ‘ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অব দ্য সিলভার সার্ফার’ (২০০৭)-এ ভিক্টর ভন ডুম/ডক্টর ডুম চরিত্রে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পায়। এ ছাড়া ‘প্রমিজড ল্যান্ড’, ‘রেড’ ও ‘অ্যান্ড্রুজ ক্লকওয়ার্ক অরেঞ্জ’-এর মতো কয়েকটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।

অভিনয়জীবনে তিন দশকের বেশি সময় কাটানো জুলিয়ান ম্যাকমাহন শুধু অভিনয় নয়, ছিলেন মডেল ও প্রযোজকও। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের ছেলে তিনি। ব্যক্তিগত জীবনেও বেশ আলোচনায় ছিলেন। তাঁর সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী ব্রুক বার্ক। জুলিয়ানের মৃত্যুতে অগণিত ভক্ত, সহকর্মী ও পরিবারের সদস্যরা শোকাহত। তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন‘কিল বিল’ অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন০৪ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ