ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ বছর পর একক কমিটি হয়েছে এ উপজেলায়।

১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান ও সদস্যসচিব আজিজুল হক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আরও ২৪ জনকে।

পৌর বিএনপির ৯৫ সদস্যবিশিষ্ট কমিটিতে আলী আকবর আনিসকে আহ্বায়ক ও সুজিত কুমার দাসকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে ২৩ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

১৩ মে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করে জেলা উত্তর বিএনপি। জেলা উত্তর বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দলের নেতা-কর্মীদের ফেসবুক আইডিতে ওই তালিকা প্রকাশ পায়।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার সকালে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘সকল পক্ষকে সমন্বয় করে কমিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার যে কমিটি গঠন করা হয়েছে, তার মাধ্যমে অভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে নতুন উদ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা হবে বলে আশা করছি।’

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, ২০০৯ সালে সর্বশেষ একক কমিটি গঠন হয়েছিল উপজেলা ও পৌর বিএনপির। এরপর ২০১৪ সালে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তখন জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দ্বন্দ্বে গৌরীপুর উপজেলায় দুটি পৃথক আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এ সময় পৌর বিএনপির কমিটি দেওয়া হলেও দল থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করায় কেন্দ্র থেকে সে কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এরপর আর পৌর বিএনপির কমিটি গঠন হয়নি।

এদিকে উপজেলা বিএনপির দুটি পৃথক কমিটি থাকায় পৃথকভাবে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দলীয় কোন্দল মেটাতে ২০২২ সালের ২২ অক্টোবর গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান প্রথম আলোকে বলেন, দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই, তবে দল নিজস্ব গতিতে চলবে। কেউ কেউ বিপথগামী হবেন এটি স্বাভাবিক। বর্তমানে দল অতীতের যেকোনো সময়ের চেয়ে গতিশীল। আগামী নির্বাচন সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে এগিয়ে নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও প র ব এনপ র গ র প র উপজ ল কম ট ত গঠন ক সদস য

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনা ও বিমানবাহিনী

কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনী। প্রশিক্ষণ শুরু হয় গত ১৮ মে। আজ ২১ মে বুধবার সম্পন্ন হয়। এই প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপনকারী কর্মী।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের চার দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় মার্কিন সেনাবাহিনী ও বিমানবাহিনী আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়। আজ প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা। এতে বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে প্রশিক্ষণের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের। এ বিষয়ে জানতে চাইলে তানহারুল ইসলাম বলেন, ‘তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষ, তারা আজই কক্সবাজার থেকে চলে যাবেন।’

সম্পর্কিত নিবন্ধ