কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে ঐতিহ্যবাহী গাজি-কালু-চম্পাবতী মেলা ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, প্রায় দেড়শ বছরের পুরোনো এই মেলা প্রতি বছর বসে। তবে এবার মেলায় অশ্লীলতা ও জুয়া সংক্রান্ত অভিযোগ তুলে জামায়াত মেলা বন্ধের দাবি তোলে। অপরদিকে, প্রশাসনের অনুমতি না থাকলেও বিএনপি-সমর্থিত মেলা কমিটি মেলার আয়োজন করে। এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকে উত্তেজনার শুরু হলেও সন্ধ্যায় তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে জামায়াতের পক্ষে রয়েছেন জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আরও ৫ জন। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যদিকে, বিএনপিপন্থী আহতদের মধ্যে রয়েছেন খোকসা কলেজের প্রভাষক সরাফাত সুলতানসহ ৫ জন, যাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অন্তত ৩০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এক ব্যবসায়ী আরজ আলী জানান, তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যায়, টুপি পরা শত শত লোক দেশীয় অস্ত্র হাতে হুমকির ভঙ্গিতে ঘোরাফেরা করছে।

জামায়াত নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে মেলার বিরুদ্ধে অবস্থান নিতে গেলে প্রতিপক্ষ হামলা চালায়। বিএনপির নেতারাও পাল্টা অভিযোগ করে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

কুমারখালী থানার ওসি মো.

সোলায়মান শেখ বলেন, মেলায় অনুমতির অভাবে আইনি জটিলতা তৈরি হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ আহত ব এনপ

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত