ফেনীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

রাজু ওই ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।

নিহতের সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে, সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এসময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর ও পুত্রবধূর, আহত শাশুড়ি

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যররত চিকিৎসক ডা.

মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই রাজুর মৃত্যু হয়েছে।’’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামজুজ্জামান বলেন, “ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।”

ঢাকা/সাহাব উদ্দিন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডে তেলের ডিপোতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় একটি তেলের ডিপোতে ট্যাংকের বর্জ্য পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জামাল কোম্পানি নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত শ্রমিকেরা হলেন মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আজ রাত সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, মীর আহমদ, মোস্তফা কামাল এবং আরও দুজন অজ্ঞাতপরিচয় শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ওই ডিপোতে স্ক্র্যাপ জাহাজ থেকে সংগ্রহ করা পরিত্যক্ত কালো তেল আনা হয়। এসব তেল প্রক্রিয়াজাত করে মবিলসহ বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করা হয়। তেল রাখার জন্য একটি সিলিন্ডার আকৃতির ট্যাংক ব্যবহার করা হয়। তেল প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে জমে থাকা বর্জ্য (গাদ) শ্রমিকেরা পরিষ্কার করেন।

বৃহস্পতিবার রাতে একজন শ্রমিক ট্যাংকের ভেতর নেমে বর্জ্য পরিষ্কার করার সময় অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারে একে একে আরও তিনজন নামলে তাঁরাও অজ্ঞান হয়ে পড়েন। পরে ডিপো কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

ফায়ার সার্ভিসের দল গিয়ে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সম্পর্কিত নিবন্ধ