ফেনীতে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Published: 22nd, May 2025 GMT
ফেনীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
রাজু ওই ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।
নিহতের সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে, সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এসময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর ও পুত্রবধূর, আহত শাশুড়ি
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যররত চিকিৎসক ডা.
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামজুজ্জামান বলেন, “ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।”
ঢাকা/সাহাব উদ্দিন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ছাত্রদলের তিন নেতাসহ আটক ৫, রিভলবার-গুলি উদ্ধার
খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্না এবং শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শামীম হোসেনসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক অন্য দু’জন হলেন- চানমারী মাস্টারপাড়া এলাকার মিরাজ ও নীরব ইসলাম জিয়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার মধ্য রাত থেকে নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় যৌথ অভিযান শুরু করেন পুলিশ ও সেনা সদস্যরা। ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চলে। এ সময় চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে রিভলবার, গুলি এবং ২৭০ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পৃথক পৃথক মামলা হবে।