মাঠের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে বিভিন্ন পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই বলে মন্তব্য করে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন বলেন-সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন ভালো পরিবেশ। একটা সময় ছিল যখন ফাঁকা জায়গা, খেলার মাঠ এবং স্কুল-কলেজের খেলার চত্বর খেলাধুলার কর্মকাণ্ডে মুখর থাকত। 

মাঠ দখল, মাঠে স্থাপনা নির্মাণ, স্কুল, মাদ্রাসা ও কলেজের মাঠ খেলাধুলা ছাড়া বাণিজ্যিক ও অন্যান্য কাজে ব্যবহার না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবে এর বাস্তবায়ন দেখতে পাওয়া যাচ্ছে না। 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নাসিক ৪ নং ওয়ার্ডের আটি মনোয়ারা জুট মিল মাঠে নিউ শাপলা স্পোর্টিং ক্লাব আয়োজিত এলইডি টিভি কাপ ক্রিকেট টুনামেন্ট ফাইনাল পুরুস্কার বিতরনী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হিরা।

এ সময় গোলাম মোস্তফা সুমন আরও বলেন, খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যার ধারা আমাদের সমাজ ও জাতীকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিত লাভ করা যায়। খেলাধুলার মাঝে কোনো রাজনীতি থাকতে পারবে না। কারণ খেলাধুলাটা ফেয়ার থাকতে হবে। যদি খেলা ফেয়ার থাকে রাজনীতিমুক্ত থাকে তাহলে এখান থেকে আমাদের ভবিষ্যতের ক্রিড়াবীদ তৈরি হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন-আহবায়ক আসাদুজ্জমান মিঠু প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সহ-সভাপতি আল-আমিন, মো.

জাকির হোসেন, জিয়া সৈনিক দলের নাসিক ১নং ওয়ার্ডের সভাপতি মো. ওমর ফারুক জয়, আব্দুর রহিমসহ জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকার গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স ন ক দল র দল র স

এছাড়াও পড়ুন:

আরও দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর,

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ মে) দুপুরে আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলীর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।


এদিকে আইভীর বিরুদ্ধে অপর একটি মামলায় ৭ দিনের রিমান্ড ও  জামিন আবেদনের শুনানি আগামী ২৭ মে ধার্য্য করেছে আদালত। 


কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন করেছিলেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করেছিলেন। আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য করেছেন।

 

আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেয়া আইনজীবী আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারি বিবিধ মোকদ্দমা) আবেদন করলে ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছেন।

 

এর আগে জুলাই অভ্যত্থানে সিদ্ধিরগঞ্জে নিহত পোষাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় গত ৯ মে ভোরে সাবেক মেয়র আইভীকে শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হয়েছিল। ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সংব‌র্ধিত হ‌লেন সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার কোচ উজ্জল‌
  • একটি সন্ত্রাসী চক্রের কাছে দীর্ঘদিন জিম্মি ছিল নারায়ণগঞ্জ : রেজাউল করিম পল
  • তারুণ্যের সমাবেশ সফল করতে মহানগর যুবদলের প্রস্তুতিসভা 
  • বালিকাদের ৩ দিনের কাবাডি প্রশিক্ষণ সম্পন্ন
  • নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনকে স্বারকলিপি প্রদান
  • ২৯ লাখে খেয়াঘাট ইজারা নিয়ে ৭০ লাখ টাকায় হস্তান্তর, বিএনপি নেতার ইজারা বাতিল
  • আইভীর জামিন নাকচ
  • নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে অভিযানে ৭ যানবাহনকে জরিমানা, হর্ণ জব্দ
  • আরও দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর,