মাঠের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে বিভিন্ন পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই বলে মন্তব্য করে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন বলেন-সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন ভালো পরিবেশ। একটা সময় ছিল যখন ফাঁকা জায়গা, খেলার মাঠ এবং স্কুল-কলেজের খেলার চত্বর খেলাধুলার কর্মকাণ্ডে মুখর থাকত। 

মাঠ দখল, মাঠে স্থাপনা নির্মাণ, স্কুল, মাদ্রাসা ও কলেজের মাঠ খেলাধুলা ছাড়া বাণিজ্যিক ও অন্যান্য কাজে ব্যবহার না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবে এর বাস্তবায়ন দেখতে পাওয়া যাচ্ছে না। 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নাসিক ৪ নং ওয়ার্ডের আটি মনোয়ারা জুট মিল মাঠে নিউ শাপলা স্পোর্টিং ক্লাব আয়োজিত এলইডি টিভি কাপ ক্রিকেট টুনামেন্ট ফাইনাল পুরুস্কার বিতরনী এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হিরা।

এ সময় গোলাম মোস্তফা সুমন আরও বলেন, খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যার ধারা আমাদের সমাজ ও জাতীকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিত লাভ করা যায়। খেলাধুলার মাঝে কোনো রাজনীতি থাকতে পারবে না। কারণ খেলাধুলাটা ফেয়ার থাকতে হবে। যদি খেলা ফেয়ার থাকে রাজনীতিমুক্ত থাকে তাহলে এখান থেকে আমাদের ভবিষ্যতের ক্রিড়াবীদ তৈরি হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন-আহবায়ক আসাদুজ্জমান মিঠু প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সহ-সভাপতি আল-আমিন, মো.

জাকির হোসেন, জিয়া সৈনিক দলের নাসিক ১নং ওয়ার্ডের সভাপতি মো. ওমর ফারুক জয়, আব্দুর রহিমসহ জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকার গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স ন ক দল র দল র স

এছাড়াও পড়ুন:

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাঈনুদ্দিন কাদির পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন (৩৬) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলায় সেলিনা হায়াত আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অন্তর্বর্তী সরকার বিচারপ্রক্রিয়া আবার শুরু করলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই’
  • নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ
  • সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ
  • ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়
  • নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন
  • জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান 
  • নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির সাথে খেলাফত মজলিসের শুভেচ্ছা
  • ফ্যাসিস্টের দোসররা চান না মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক : ডা. রফিকুল
  • প্রত্যেক নাগরিকের উচিৎ একটি হলেও গাছ রোপণ করা :  মাও. জব্বার
  • হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী