চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অধীন সব কমিটি বিলুপ্ত
Published: 23rd, May 2025 GMT
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি ও প্রথম সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তের বিষয়টি ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দীন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সভায় সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে শিগগিরই সব কটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর হেলাল।
এর আগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতার মৃত্যু
ফাইল ছবি: সংগৃহীত