শহীদ পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী
Published: 23rd, May 2025 GMT
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম- মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদী উপজেলার মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “শহীদ আরমান মোল্লার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ গ্রহণ করেছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের পরিবার যেন কোনো কষ্টে না থাকে সেটিই আমাদের লক্ষ্য।”
আরো পড়ুন:
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
ইশরাকের শপথ ঘিরে রাজনীতিতে নতুন উত্তাপ
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানো বর্তমান সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব ছিল। কিন্তু তারা সে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।”
তিনি প্রশ্ন তুলে বলেন, “কেন এই অবহেলা? কেন শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকারের কাছে নেই? এসব প্রশ্নের উত্তর জনগণ একদিন অবশ্যই চাইবে।”
সাক্ষাৎ শেষে শহীদ আরমান মোল্লার স্ত্রী ও সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুন, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/হৃদয়/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র পর ব র ব এনপ
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব