ইশরাকের শপথ দাবিতে আজও নগর ভবন অবরুদ্ধ
Published: 24th, May 2025 GMT
আদালতের রায়ের আলোকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আজ শনিবারও অবরুদ্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেয়নি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নগরীর সেবা প্রার্থীরা করপোরেশনে এসে ফেরত যাচ্ছেন।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু সমকালকে বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজ কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
এদিকে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকই নগর ভবনের নিচতলার জরুরী পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন। সেখানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকদের আন্দোলনের প্লাটফর্ম ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান।
ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান বলেন, এখনও ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার। ফলে আজও নগর ভবনের ঢাকাবাসী আন্দোলন করছেন। যতদিন সরকার শপথের প্রক্রিয়া শুরু করবে না ততদিন আন্দোলন চলবে। তবে সরকার জনতার মেয়রকে শপথের চিঠি দিলে তখন ঢাকাবাসী কর্মসূচি নিয়ে চিন্তাভাবনা করবে।
শনিবার দুপুর ১২টার দিকে নগর ভবনে বাবার মৃত্যু সনদের জন্য এসেছেন লহ্মীবাজারের কামরুল ইসলাম। তিনি বলেন, গত সপ্তাহে তিনদিন এসে ফেরত গিয়েছি। ভাবছি আজ নগর ভবন খোলা থাকবে তবে আজও বন্ধ। বাবার মৃত্যুর পরে এক ভাই বিদেশ থেকে এসেছেন। তাই বাবার সম্পত্তি সব ভাইদের উপস্থিতিতে বন্টন করতে চাইছিলাম। কিন্তু আন্দোলনের কারণে পারছি না।
এর আগে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে 'ঢাকা বাসী' ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইশর ক হ স ন অবস থ ন ন য় নগর ভবন র র শপথ র সরক র ইশর ক
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক করবে এনসিপিও
উদ্বেগ, উৎকণ্ঠা এবং নানা গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপি। শনিবার সন্ধ্যা ৭টা ৩৫মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে আজ রাতেই বৈঠক হওয়ার কথা তার।
একই দিনে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
তিনি জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার রাত সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে রাত ৮টায় প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানা গেছে।