মারধর থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত
Published: 24th, May 2025 GMT
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির ছুরিকাঘাতে তাঁর শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ। এ ঘটনায় ওই নারীর মেয়ে ও ভাগনে আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।
নিহত নারীর নাম বাহা বেশরা (৫৫)। তিনি চাউলিয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম সামিয়েল মার্ডি (৪০)। তিনি একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তাঁর স্ত্রী ও বাহার মেয়ে মিনি হাসদা (৩৬) ও শ্যালক সুবল কিসকু (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন মিনি হাসদা ও সামিয়েল মার্ডি দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্বামীর নির্যাতনের শিকার হয়ে এক মাস ধরে মিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সামিয়েল মাদকাসক্ত ছিলেন। গতকাল রাতে সামিয়েল শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চান। এ সময় কথা–কাটাকাটির একপর্যায়ে মিনিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন তিনি। শাশুড়ি বাহা বেশরা ও শ্যালক সুবল কিসকু ঠেকাতে গেলে তাঁদের মারধর করেন সামিয়েল। এ সময় সামিয়েলের ছুরির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন বাহা। পরে আহত অবস্থায় মিনি ও সুবলকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গফুর বলেন, পারিবারিক কলহের জেরে জামাতার হাতে শাশুড়ি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এ ঘটন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫