শুধু ভালো ফল করে যোগ্য হওয়ার দিন শেষ। এখন যে কোনো চাকরির ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক দিক বিবেচনায় নেওয়া হয়। এ কারণে একজন শিক্ষার্থীর সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ ও সৃজনশীল কাজে যুক্ত থাকা গুরুত্বপূর্ণ। সংগঠনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা কর্মজীবনে কাজে লাগাতে পারলে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ হয়। ১৪ মে দুপুরে সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সুহৃদদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতাসহ কলেজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তোমরা কাজ করতে পার। যে কোনো ভালো ও সৃজনশীল কাজে তোমাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে। তবে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উগ্রতা এবং অপরাধমূলক কার্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং ভালো কাজের সঙ্গে থাকতে হবে কারণ আমরা তোমাদের সঙ্গে আছি।’
সুহৃদদের প্রশংসা করে উপস্থিত কলেজ শিক্ষক পরিষদের সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.
এ সময় সুহৃদদের মধ্যে ছিলেন– মোহাম্মদ নাজমুল খান, ফারহানা ইয়াসমিন ছন্দা, হাওলাদার অনু, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ রাকিব, আল-কাইয়ুম, মো. রাকিবুল ইসলাম, অহীদুল ইসলাম প্রমুখ। v
সুহৃদ পটুয়াখালী
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট