মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু
Published: 27th, May 2025 GMT
নরসিংদীর রায়পুরা উপজেলায় ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৫০), আর অভিযুক্ত ছেলে মনির হোসেন (২৮) মানসিক ভারসাম্যহীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন মনির হোসেন একই ঘরে বসবাস করতেন তার পিতা কবির হোসেনের সঙ্গে। হঠাৎ রাতের আঁধারে শাবল দিয়ে আঘাত করে বাবাকে গুরুতর জখম করে সে। আহত অবস্থায় কবির পালিয়ে পাশের জমিতে আশ্রয় নিলেও, মনির সেখানে গিয়েও তাকে আঘাত করে হত্যা করে।
স্থানীয়রা জানান, মনির কয়েক মাস আগে সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এর আগেও সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তিনমাস কারাবাস করেন। পরে পিতা জামিনে মুক্ত করে তাকে দেখাশোনায় রাখেন।
প্রতিবেশীরা জানান, হত্যার সময় কেউ মনিরের সামনে যেতে সাহস পাননি। পরে লোকজন একত্র হয়ে তাকে আটক করে হাত-পা বেঁধে পুলিশের হাতে তুলে দেয়।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মনির সত্যিই মানসিক ভারসাম্যহীন কি না, তা ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
জাতীয় সংসদের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন
আগামী ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ও উন্নয়ন খাতে ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকা এবং আগামী ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২০২৬-২৭ অর্থবছরে ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বাজেট অনুমোদন করা হয়।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।