মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু
Published: 27th, May 2025 GMT
নরসিংদীর রায়পুরা উপজেলায় ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৫০), আর অভিযুক্ত ছেলে মনির হোসেন (২৮) মানসিক ভারসাম্যহীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন মনির হোসেন একই ঘরে বসবাস করতেন তার পিতা কবির হোসেনের সঙ্গে। হঠাৎ রাতের আঁধারে শাবল দিয়ে আঘাত করে বাবাকে গুরুতর জখম করে সে। আহত অবস্থায় কবির পালিয়ে পাশের জমিতে আশ্রয় নিলেও, মনির সেখানে গিয়েও তাকে আঘাত করে হত্যা করে।
স্থানীয়রা জানান, মনির কয়েক মাস আগে সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এর আগেও সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তিনমাস কারাবাস করেন। পরে পিতা জামিনে মুক্ত করে তাকে দেখাশোনায় রাখেন।
প্রতিবেশীরা জানান, হত্যার সময় কেউ মনিরের সামনে যেতে সাহস পাননি। পরে লোকজন একত্র হয়ে তাকে আটক করে হাত-পা বেঁধে পুলিশের হাতে তুলে দেয়।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত মনির সত্যিই মানসিক ভারসাম্যহীন কি না, তা ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
৮ ম্যাচে ৮ জয়, ২২ গোল, কোনো গোল খায়নি—বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড
ম্যাচ ৮
জয় ৮
গোল ২২
বিপক্ষে গোল ০
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এমন নিখুঁত পরিসংখ্যান ইংল্যান্ডের।
ওয়েম্বলিতে গত ২১ মার্চ আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই শুরু করেছিল ইংল্যান্ড। টমাস টুখেলের ইংল্যান্ডের কোচ হিসেবে সেটা ছিল প্রথম ম্যাচ। ২৪০ দিন পর তিরানায় গতকাল রাতে সেই আলবেনিয়াকেই একই স্কোরলাইনে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের বিশ্বকাপ বাছাই শেষ করল টুখেলের দল। ইউরোপের প্রথম দল হিসেবে অক্টোবরেই বিশ্বকাপে খেলার টিকিট তো পেয়েছেই, বাছাইপর্বটা শেষ করার পথে দারুণ এক রেকর্ডও গড়েছে ‘থ্রি লায়ন্স’রা।
বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে ইউরোপের প্রথম দল হিসেবে সব ম্যাচ জয়ের পাশাপাশি কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বাছাইপর্বে অন্তত ছয় ম্যাচ খেলতে হয়েছে—হিসাবটি করা হয়েছে এই বিবেচনায়। তিরানায় আলবেনিয়ার জালে ২ গোল করা ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনও আন্তর্জাতিক ম্যাচে গোলের পরিসংখ্যানে পেছনে ফেলেছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তোকে। ইংল্যান্ডের হয়ে ১১২ ম্যাচে এ নিয়ে ৭৮ গোল হলো কেইনের। ব্রাজিলের হয়ে নাসিমেন্তোর গোলসংখ্যা ৯২ ম্যাচে ৭৭টি—ওহ ভদ্রলোকের আরেক নাম পেলে!
দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড স্ট্রাইকার কেইন গোল পেয়েছেন