নগর ভবনের সামনে সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
Published: 27th, May 2025 GMT
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার নগর ভবনের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করছেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ঘণ্টাখানেক পর ঢাকার দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনে এসে বিক্ষোভে অংশ নেন।
সে সময় তারা ‘শপখ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’ ইত্যাদি স্লোগান ধরেন।
ইশরাকের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া জাফর আহমেদ এই ঘটনার জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আদালত থেকে দুই দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে। আমরা মেয়র বসা পর্যন্ত আছি, রাস্তা ছাড়ব না।’
এদিকে আজ মূল ফটকের সামনে অবস্থান নেওয়ার ফলে নগর ভবনের সামনের সড়ক বন্ধ হয়ে যায়, এতে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন। ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হতে দেখা গেছে।
দক্ষিণ সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স করাতে এসে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আজিমপুরের রজ্জব আলী বলেন, ‘একদিকে এখানে আসতে অনেক সময় লেগেছে, রিকশা নিয়ে ঢাকা মেডিকেলের পরে আর সামনে যাওয়ার উপায় নেই, পরে হেঁটে নগর ভবনে এসেছি। এসে দেখি সামনে আন্দোলন আর নগর ভবনের সবজায়গায় তালা দেওয়া, কী সমস্যায় পড়েছি বলুন। এভাবে আর কয়দিন থাকবে। কে মেয়র হবে সেটা আমাদের জানা দরকার নেই। আমাদের মতো সাধারণ নাগরিকদের সেবা তো খোলা রাখবে, নাকি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইশর ক হ স ন নগর ভবন ইশর ক
এছাড়াও পড়ুন:
লস অ্যাঞ্জেলেস মাতাবেন ঢাকার তারকারা
‘প্রবাসে থেকেও হৃদয়ে বাংলাদেশ’ এই অনুভব নিয়ে আগামী ১৯ ও ২০ জুলাই লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের প্রাণের উৎসব ‘আনন্দ মেলা’।
দুই দিনব্যাপী উৎসব হয়ে উঠবে গান, নাচ, সংস্কৃতি আর বাঙালিয়ানার মহামিলন মেলা। প্রতি বছরের মতো এবারও মেলার বিশেষ আকর্ষণ— ঢাকা থেকে আসা একঝাঁক তারকা। পারফর্ম করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, গায়ক আর্নিক, আবু নাঈম, ইচ্ছা, নায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান এবং নৃত্যশিল্পী আলিফ।
প্রথমবারের মতো আনন্দ মেলায় গান গাইবেন প্রীতম হাসান। এ বিষয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নানা প্রবাসী আয়োজনে গাইছি, আনন্দ মেলাও তার মধ্যে অন্যতম। এটা শুধু কনসার্ট না, বরং একটা আত্মার উৎসব।”
আনন্দ মেলার আয়োজক মুহাম্মদ আলী বলেন, “এটি একটি নন-প্রফিট আয়োজন। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি সবচেয়ে বড় মিলন মেলা। দেশীয় শিল্পীদের সরব অংশগ্রহণ এবার উৎসবের আবেদন আরও বাড়াবে।”
মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও প্রেসিডেন্ট শরীফ হাসিবুল জানান, এই আয়োজন শুধু বিনোদনের নয়, এটি প্রবাসীদের মধ্যে আত্মিক বন্ধনের প্রতীক।
প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উৎসবে অংশ নেবেন লেক প্যারিস সিটির মেয়র মাইকেল ভার্গা এবং লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট সহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
ঢাকা/রাহাত//