কুল-বিএসজেএ মিডিয়া কাপে প্রথম হ্যাটট্রিক নাবিদের
Published: 27th, May 2025 GMT
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন দ্য ডেইলি স্টার-এর নাবিদ ইয়াসিন।
দেশের শীর্ষস্থানীয় ৩২টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মঙ্গলবার জয় পেয়েছে দৈনিক কালের কণ্ঠ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, বাংলাদেশ টেলিভিশন, এখন টিভি, আরটিভি ও চ্যানেল ২৪।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু, জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং জাতীয় স্টেডিয়ামের প্রশাসক কামরুল ইসলাম কিরন।
আরো পড়ুন:
ভগ্ন হৃদয়ে রোনালদোর ক্লাব ছাড়ার ইঙ্গিত
রূপান্তরের আভাস দিয়ে আনচেলোত্তির ব্রাজিল দল ঘোষণা
ম্যাচসেরা পুরস্কার প্রদান মঞ্চে ছিলেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সহসভাপতি রায়হান আল মুঘনি, সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং বিএসজেএ সদস্য ও দ্য ডেইলি স্টার-এর ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ কুমার রায়।
দিনের প্রথম ম্যাচে নয়া দিগন্তকে ১-০ গোলে হারায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। জয়সূচক গোলটি করে ম্যাচসেরা হন আল ইমরান। জাগোনিউজকে ৩-১ গোলে হারায় চ্যানেল ২৪। জুবায়ের শুভ করেন দুটি গোল এবং ম্যাচসেরা নির্বাচিত হন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোলশূন্য থাকে বাংলা নিউজ ও আরটিভির ম্যাচ। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় আরটিভি। ম্যাচসেরা হন তাদের গোলরক্ষক রাফি আমিন।
এখন টিভি ও বাংলাদেশ প্রতিদিনের মধ্যকার ম্যাচও টাইব্রেকারে নিষ্পত্তি হয়। এখন টিভি ৪-২ ব্যবধানে জয়লাভ করে। ম্যাচসেরা হন গোলরক্ষক শুভাংশু।
ঢাকা পোস্টের বিপক্ষের ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন দ্য ডেইলি স্টার-এর নাবিদ ইয়াসিন। ঢাকা পোস্টের হয়ে একটি গোল করেন আমিনুল ইসলাম। ৩-১ গোলের জয়ে ম্যাচসেরা হন নাবিদ।
বিটিভি ১-০ গোলে হারায় দৈনিক ইনকিলাবকে। জয়সূচক গোলটি করেন সাজ্জাদ হোসেন, যিনি হন ম্যাচসেরা।
বাংলাভিশনকে ২-১ গোলে হারায় কালের কণ্ঠকে। এক গোল করার পাশাপাশি পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তৌকির আহমেদ।
দিনের শেষ ম্যাচে সময় টিভিকে ২-০ গোলে হারায় সমকাল। দুই অর্ধে একটি করে গোল করে ম্যাচসেরা হন কাজী তামজিদ হাসান।
অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার (২৮/০৫/২৫) কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে এক দিনের বিরতি দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্টের পরবর্তী সূচি এক দিন করে পিছিয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে খেলা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব এসজ এ প রথম ফ টবল
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত