বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন দ্য ডেইলি স্টার-এর নাবিদ ইয়াসিন।

দেশের শীর্ষস্থানীয় ৩২টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মঙ্গলবার জয় পেয়েছে দৈনিক কালের কণ্ঠ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, বাংলাদেশ টেলিভিশন, এখন টিভি, আরটিভি ও চ্যানেল ২৪।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস, সাবেক জাতীয় ফুটবলার ও কোচ হাসানুজ্জামান খান বাবলু, জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং জাতীয় স্টেডিয়ামের প্রশাসক কামরুল ইসলাম কিরন।

আরো পড়ুন:

ভগ্ন হৃদয়ে রোনালদোর ক্লাব ছাড়ার ইঙ্গিত

রূপান্তরের আভাস দিয়ে আনচেলোত্তির ব্রাজিল দল ঘোষণা

ম্যাচসেরা পুরস্কার প্রদান মঞ্চে ছিলেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সহসভাপতি রায়হান আল মুঘনি, সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং বিএসজেএ সদস্য ও দ্য ডেইলি স্টার-এর ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ কুমার রায়।

দিনের প্রথম ম্যাচে নয়া দিগন্তকে ১-০ গোলে হারায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। জয়সূচক গোলটি করে ম্যাচসেরা হন আল ইমরান। জাগোনিউজকে ৩-১ গোলে হারায় চ্যানেল ২৪। জুবায়ের শুভ করেন দুটি গোল এবং ম্যাচসেরা নির্বাচিত হন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোলশূন্য থাকে বাংলা নিউজ ও আরটিভির ম্যাচ। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় আরটিভি। ম্যাচসেরা হন তাদের গোলরক্ষক রাফি আমিন।

এখন টিভি ও বাংলাদেশ প্রতিদিনের মধ্যকার ম্যাচও টাইব্রেকারে নিষ্পত্তি হয়। এখন টিভি ৪-২ ব্যবধানে জয়লাভ করে। ম্যাচসেরা হন গোলরক্ষক শুভাংশু।

ঢাকা পোস্টের বিপক্ষের ম্যাচে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন দ্য ডেইলি স্টার-এর নাবিদ ইয়াসিন। ঢাকা পোস্টের হয়ে একটি গোল করেন আমিনুল ইসলাম। ৩-১ গোলের জয়ে ম্যাচসেরা হন নাবিদ।

বিটিভি ১-০ গোলে হারায় দৈনিক ইনকিলাবকে। জয়সূচক গোলটি করেন সাজ্জাদ হোসেন, যিনি হন ম্যাচসেরা।

বাংলাভিশনকে ২-১ গোলে হারায় কালের কণ্ঠকে। এক গোল করার পাশাপাশি পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তৌকির আহমেদ।

দিনের শেষ ম্যাচে সময় টিভিকে ২-০ গোলে হারায় সমকাল। দুই অর্ধে একটি করে গোল করে ম্যাচসেরা হন কাজী তামজিদ হাসান।

অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার (২৮/০৫/২৫) কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে এক দিনের বিরতি দেওয়া হয়েছে। ফলে টুর্নামেন্টের পরবর্তী সূচি এক দিন করে পিছিয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে খেলা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব এসজ এ প রথম ফ টবল

এছাড়াও পড়ুন:

জাতীয় সংসদের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন

আগামী ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ২৩২ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ও উন্নয়ন খাতে ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকা এবং আগামী ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২০২৬-২৭ অর্থবছরে ২৪৩ কোটি ৬০ লাখ টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বাজেট অনুমোদন করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ