দাপুটে জয়ে কুল-বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) মিডিয়া কাপ ফুটবল শুরু করেছে দৈনিক সমকাল। গ্রুপ ‘এইচ’-এর শক্তিশালী প্রতিপক্ষ সময় টিভিকে ২-০ গোলে হারিয়েছে সমকাল।

মঙ্গলবার সকালে রাজধানীর পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ১-০ গোলের লিড নেয় সমকাল। হেড থেকে গোল করেন ফরোয়ার্ড লাইনে খেলা সমকালের তামজিদ হাসান। প্রথমার্ধে আর গোল না হলেও একের পর এক আক্রমণ তুলে খেলতে থাকে সমকাল।

দ্বিতীয়ার্ধে যার সুফল পায় দলটি। তামজিদের শটে লিড ডাবল করে নির্ভার জয় নিয়ে মাঠ ছাড়ে সমকাল। সময় টিভি’কে গোলের কোন সুযোগই তৈরি করতে দেয়নি সমকাল। বরং জয়ের ব্যবধান বড় না হওয়ার আক্ষেপে পুড়েছে।

সমকালের হয়ে খেলায় অংশ নেন বিভিন্ন বিভাগে কর্মরত সাংবাদিক। তারা হলেন- ক্রীড়া বিভাগের সাখাওয়াত হোসেন জয় ও সুমন মেহেদী। বিনোদন বিভাগের মীর সামি ও বুলবুল ফাহিম। প্রিন্ট বিভাগ থেকে বোরহান আজাদ, হাসনাত জুয়েল ও ছায়েদুর রহমান। অনলাইন বিভাগের তামজিদ হাসান, রিয়াজ হোসেন ও জীবন চৌধুরী মিন্টু। খেলায় ম্যানেজারের ভূমিকা পালন করেন জালাল আহমেদ ও রাশেদুল ইসলাম। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ ন ক সমক ল সমক ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ