পরিবেশ উপদেষ্টা ‘সহযোগী’ হিসেবে দায়িত্ব পাওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জের বাসিন্দা তানভীর আহমেদ চৌধুরী। তাঁর পোস্টে অনেকে অভিনন্দন জানান। বিষয়টি জানাজানির পর জেলা প্রশাসন থেকে বলা হয়, খবরটি সঠিক নয়, ‘ভুয়া।’

খোঁজ নিয়ে জানা গেছে, তানভীর আহমেদ চৌধুরীর বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে। তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন।

গতকাল সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন তানভীর আহমেদ চৌধুরী। পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহযোগী হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সবাই দোয়া করবেন।’ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ওই পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে ২১৮ জন মন্তব্য করেন। শেয়ার করেন ১৮ জন।

বিষয়টি জানার পর দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘মিডিয়া সেলে’ তানভীর আহমেদ চৌধুরীর ওই পোস্ট ও তাঁকে জানানো অভিনন্দনের কিছু পোস্টের অনুলিপি দিয়ে বলা হয়, ‘এটা একটা ভুয়া নিউজ। এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে মুঠোফোনে তানভীর আহমেদ চৌধুরী প্রথম আলোর কাছে স্বীকার করেন, পোস্টের বক্তব্যটি সঠিক নয়, সেটি ‘ফান’ পোস্ট। তিনি বলেন, ‘আমাদের সহযোগিতার কারণেই তো ওনারা (উপদেষ্টা) আজ এই জায়গায়। আমরা সচিবালয়ে যাই, ওনাদের সহযোগিতা করি।’ তিনি বলেন, ‘সচিবালয়ে এখন একটা সমস্যা চলছে। অনেকেই ফেসবুকে মজা করে অনেক কিছু লিখছে। আমার এটাও মজা করে লেখা। কিন্তু এখন বুঝতে পারছি, মানুষ এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘যিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছেন, তাঁর বাড়ি সুনামগঞ্জে। তাই মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, এটি সঠিক নয়।’

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় তানভীর আহমেদ চৌধুরীর ফেসবুকে গিয়ে দেখা যায়, তিনি পোস্টটি মুছে ফেলেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ উপদ ষ ট ফ সব ক সহয গ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ