পরিবেশ উপদেষ্টা ‘সহযোগী’ হিসেবে দায়িত্ব পাওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জের বাসিন্দা তানভীর আহমেদ চৌধুরী। তাঁর পোস্টে অনেকে অভিনন্দন জানান। বিষয়টি জানাজানির পর জেলা প্রশাসন থেকে বলা হয়, খবরটি সঠিক নয়, ‘ভুয়া।’

খোঁজ নিয়ে জানা গেছে, তানভীর আহমেদ চৌধুরীর বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে। তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন।

গতকাল সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন তানভীর আহমেদ চৌধুরী। পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহযোগী হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সবাই দোয়া করবেন।’ মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ওই পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে ২১৮ জন মন্তব্য করেন। শেয়ার করেন ১৮ জন।

বিষয়টি জানার পর দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘মিডিয়া সেলে’ তানভীর আহমেদ চৌধুরীর ওই পোস্ট ও তাঁকে জানানো অভিনন্দনের কিছু পোস্টের অনুলিপি দিয়ে বলা হয়, ‘এটা একটা ভুয়া নিউজ। এটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে মুঠোফোনে তানভীর আহমেদ চৌধুরী প্রথম আলোর কাছে স্বীকার করেন, পোস্টের বক্তব্যটি সঠিক নয়, সেটি ‘ফান’ পোস্ট। তিনি বলেন, ‘আমাদের সহযোগিতার কারণেই তো ওনারা (উপদেষ্টা) আজ এই জায়গায়। আমরা সচিবালয়ে যাই, ওনাদের সহযোগিতা করি।’ তিনি বলেন, ‘সচিবালয়ে এখন একটা সমস্যা চলছে। অনেকেই ফেসবুকে মজা করে অনেক কিছু লিখছে। আমার এটাও মজা করে লেখা। কিন্তু এখন বুঝতে পারছি, মানুষ এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘যিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছেন, তাঁর বাড়ি সুনামগঞ্জে। তাই মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, এটি সঠিক নয়।’

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় তানভীর আহমেদ চৌধুরীর ফেসবুকে গিয়ে দেখা যায়, তিনি পোস্টটি মুছে ফেলেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন মগঞ জ উপদ ষ ট ফ সব ক সহয গ

এছাড়াও পড়ুন:

দীপিকা ও আলিয়া নন, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পান এই অভিনেত্রী

বলিউড হোক বা দক্ষিণি—সিনেমাপ্রতি কে কত পারিশ্রমিক পান, সেটা সাধারণত বেশ গোপনেই রাখা হয়। তবে মাঝেমধ্যে কিছু প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্র সেই পর্দা সরিয়ে দেয়, আর তখনই সামনে আসে তারকাদের চোখধাঁধানো পারিশ্রমিকের অঙ্ক। এত দিন ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিকের দৌড়ে দীপিকার চেয়ে খুব একটা পিছিয়ে নেই আলিয়া ভাটও। তবে সাম্প্রতিক এক চুক্তিতে বদলে গেছে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর নাম। প্রিয়াঙ্কা চোপড়া, যিনি প্রায় ছয় বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন। তিনি একটি ছবির জন্য ৩০ কোটি রুপি নিয়েছেন। এটিই এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক।

প্রিয়াঙ্কা ফিরছেন রাজামৌলির ছবিতে
এস এস রাজামৌলির পরবর্তী ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। একদিকে এটি তাঁর বলিউডে প্রত্যাবর্তনের ছবি, অন্যদিকে দক্ষিণি ছবিতেও তিনি ফিরছেন দুই দশকের বেশি সময় পর। বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, এই ছবির জন্য প্রিয়াঙ্কা চুক্তিবদ্ধ হয়েছেন ৩০ কোটি রুপিতে।

প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ