শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে জমি বিক্রি ও দলিল করে দিতে এসে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা ( ৮৩) ও তার স্ত্রী। আজ মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা-পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.

আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উত্তেজিত লোকজন কোনো অঘটন যাতে ঘটাতে না পারে সেজন্য তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।   
 
জানা গেছে,  রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাজেরো গাড়িতে শেরপুর শহরের নিউমাকের্ট এলাকায় রেজিস্ট্রি অফিসে আসেন জমি বিক্রির জন্য। এ সময় স্থানীয় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে তারা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে  পুলিশ এসে আগ্রাসী জনতার হাত থেকে হীরা দম্পতিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। 

এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল বলেন, ‘মানুষের কাছ থেকে অবৈধভাবে দখল করা জমি সাবেক মন্ত্রী বিক্রি করতে আসেন। এ সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার দৃষ্টান্তমূলত শাস্তি দাবি করছি।’  

একই মন্তব্য করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানি, সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ।
 
শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘সাবেক মন্ত্রী ও তার স্ত্রী বয়স্ক এবং অসুস্থ। তিনি ব্যক্তিগত কাজে শেরপুরে আসেন। ছাত্র-জনতার জমায়েতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শেরপুরে কোনো মামলা নেই।’

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক ব এনপ মন ত র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ